আইপিএল ২০২০ : প্লে-অফে মুখোমুখি মুম্বই ও দিল্লি, সম্মুখ সমরে কোন কোন ক্রিকেটার
আইপিএল ২০২০-এর প্লে-অফের প্রথম লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচে দুই দলের তারকা ক্রিকেটারদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ক্রিকেট প্রেমীরা। কাদের মধ্যে লড়াই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে, তা এক নজরে দেখে নেওয়া যাক। রোহিত শর্মা শিবিরের সঙ্গে টিম শ্রেয়স আইয়ার শিবিরের লড়াই আকর্ষণীয় হবে বললে মনে করেন ক্রিকেট প্রেমীরা।

রোহিত বনাম রাবাডা
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত। চোটের জন্য চারটি ম্যাচ খেলতে না পারলেও ২৬৪ রান এসেছে হিটম্যানের ব্যাট থেকে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনিই প্রধান গেম চেঞ্জার হতে পারেন। তাঁকে আটকাতে শ্রেয়স আইয়ার শিবিরে মজুত রয়েছেন ফাস্ট বোলার কাগিসো রাবাডা। যিনি চলতি আইপিএলে ১৪ ম্যাচ খেলে ২৫ উইকেট নিয়ে ফেলেছেন।

ডি কক বনাম নরকিয়া
চলতি আইপিএলে ১৪ ম্যাচ খেলে ৪৪৩ রান করা কুইন্টন ডি কক মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে সেরা। ওপেন করতে নেমে প্রতিপক্ষ দলের বোলারের ধার ভোঁতা করা দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যানের কাজ। ডি কককে রুখতে দিল্লি ক্যাপিটালস শিবিরে কোমর বাঁধছেন তাঁরই দেশের আনরিচ নরকিয়া।

ধাওয়ান বনাম বুমরাহ
চলতি আইপিএলে দুটি শতরান সহ ৫২৫ রান করা শিখর ধাওয়ানের দিকে তাকিয়ে দিল্লি ক্যাপিটালস। তাঁকে রুখতে তৈরি থাকবেন মুম্বই ইন্ডিয়ান্সের বিষাক্ত জসপ্রীত বুমরাহ। আইপিএলে এখনও পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছেন বুমবুম।

শ্রেয়স বনাম বোল্ট
দিল্লি ক্যাপিটালসের জার্সিতে চলতি আইপিএলে ১৪ ম্যাচ খেলে ৪২১ রান করেছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যাট হাতে তিনি টিকে গেলে দিল্লিকে রোখা মুশকিল হবে। দুর্দান্ত শ্রেয়সের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন মুম্বই ইন্ডিয়ান্সের ট্রেন্ট বোল্ট। আইপিএলে এখনও পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ২০ উইকেট নিয়েছেন কিউয়ি ফাস্ট বোলার।