শুরুতেই জয়জয়কার ভারতীয় বংশোদ্ভূতদের! একটানা তিনবার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ পদে কৃষ্ণমূর্তি
ভোট গণনা যতই এগোচ্ছে ততি বাড়ছে উত্তেজনার পারদ। এদিকে এবারের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীর নিরিখ ট্রাম্প শিবিরের থেকে অনেকটাই এগিয়ে জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। এদিকে উপরাষ্ট্রপতি পদে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে দাঁড় করিয়ে ইতিমধ্যেই মোক্ষম চাল দিয়েছে বাইডেন শিবির। এমতাবস্থা তৃতীয় বারের জন্য হাউজ অফ রিপ্রেজেন্টিটে নির্বাচিত হলেন আর এক ভারতীয় বংশোদ্ভুত ডেমোক্র্যাটিক কংগ্রেস ম্যান রাজা কৃষ্ণমূর্তি।

৪৭ বছরের রাজা কৃষ্ণমূর্তির জন্ম দিল্লির বুকেই। যদিও তার আদি বাড়ি তামিলনাড়ুতে। এদিকে এবারের ভোটে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেটিয়াল পার্টির প্রার্থীর থেকে প্রায় ৭১ শতাংশ ভোট বেশি পেয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও চূড়ান্ত ফল প্রকাশ হবে সমগ্র ভোট গননা পর্ব শেষ হলেইয কিন্তু এই বিশাল ব্যবধানে এগিয়ে থাকার কারণে বলাই যায় এবারেও নির্বাচিত হতে চলেছেন এই ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ।
এদিকে এর আগে ২০১৬ সালেই প্রথম ওই পদের জন্য নির্বাচিত হন কৃষ্ণমূর্তি। রাজা কৃষ্ণমূর্তি ছাড়াও আরও একাধিক ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাটসরা হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছেন একাধিক কেন্দ্র থেকে। আমি বেরা লড়ছেন ক্যালিফোর্নিয়া থেকে। লড়াইযে আছেন আর ও খান্নাও। পাসাপাশি তৃতীয় বারের জন্য হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হতে ওয়াশিংটন থেকে কংগ্রেস ওম্যান প্রমিলা জয়পাল। অ্যারিজোনা থেকে লড়ছেন ডক্টর হিরাল তিপিরনেনি। তবে চূড়ান্ত ফলাফল প্রকাশ পেলে তবেই জানা যাচ্ছে ডেমোক্র্যাটসদের গোলে আদপেও কতটা ধরাশায়ী হল ট্রাম্প শিবির।
মার্কিন নির্বাচনে কারচুপির অভিযোগ! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের