• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাংলায় ধীরে ধীরে বাড়ছে করোনায় সুস্থতার হার! চিন্তাজনক পরিস্থিতি কলকাতা ও উত্তর ২৪ পরগনার

সোমবার ৩৯৫৭, মঙ্গলবার ৩৯৮১ এবং বুধবার ৩৯৮৭। এইভাবেই রাজ্যে (West bengal) করোনা(Coronavirus) আক্রান্তের সংখ্যা ৪ হাজার পেরিয়ে গিয়েও তার আশপাশেই ঘোরাফেরা করছে। এদিন মৃত্যু হয়েছে ৫৫ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪,১২৯ জন। এদিন শনিবারের থেকে রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়েছে। মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল ৮৮.৭৩%, সেখানে বুধবার সুস্থতার হার ৮৮.৮৮%।

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩, ৮৯, ৫৭৬

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩, ৮৯, ৫৭৬

বুধবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৯৮৭ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩, ৮৯, ৫৭৬ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৬,২৪৬ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩, ৪৬, ২৬২ জন। গত ২৪ ঘন্টায় ৪,১২৯ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে উত্তর ২৪ পরগনায় (৯০৮), এর পরেই রয়েছে কলকাতা(৮৯৯)। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা( ৩১৪)।

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ৮৯৪ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ২৭, কোচবিহারে ১০২, দার্জিলিং ১৪০, কালিম্পং ৫, জলপাইগুড়ি ৭৭, উত্তর দিনাজপুরে ৩২, দক্ষিণ দিনাজপুরে ৪২, মালদহে ১৬৫, মুর্শিদাবাদে ৯৮, নদিয়া ১৮৫, বীরভূম ৮৯, পুরুলিয়া ৩৬, বাঁকুড়ায় ৮৬, ঝাড়গ্রাম ২৭, পশ্চিম মেদিনীপুরে ৯৭, পূর্ব মেদিনীপুরে ১০২, পূর্ব বর্ধমানে ৯১, পশ্চিম বর্ধমানে ৮৪, হাওড়া ২৭৫, হুগলিতে ১৯২, উত্তর ২৪ পরগনায় ৮৭৮, দক্ষিণ ২৪ পরগনায় ২৬৩ জন আক্রান্ত হয়েছেন।

খানিকটা বেড়েছে সুস্থতার হার

খানিকটা বেড়েছে সুস্থতার হার

মঙ্গলবারের তুলনায় বুধবার খানিকটা বেড়েছে সুস্থতার হার। মঙ্গলবার সুস্থতার হার ছিল ৮৮.৭৩%। রবিবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৮.৮৮%। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার ৯২.০৯ % । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৪৯%-এ।

মৃত্যু হয়েছে ৫৫ জনের

মৃত্যু হয়েছে ৫৫ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৫ জনের। মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৫৬ জনের। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৭০৬৮-তে।

কলকাতায় মৃত্যু ২২৫৯ জনের

কলকাতায় মৃত্যু ২২৫৯ জনের

এদিন যে ৫৫ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ১২ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ২২৫৯ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ১৬৩২ জনের। এদিন সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৭৫৬ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৪৮২ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় যথাক্রমে ৩ ও ৭ জনের মৃত্যু হয়েছে।

কলকাতাঃ অমিত শাহ সফরের আগে চমক, মতুয়া - আদিবাসী মন জয়ে ঢালাও ঘোষণা মুখ্যমন্ত্রীর

English summary
More people are infected with Coronavirus on fourth November in West Bengal, wellness increases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X