আইপিএল ২০২০ প্লে-অফে মুখোমুখি মুম্বই ও দিল্লি, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়
আইপিএল ২০২০-এর প্রথম কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। যে দল জিতবে, তারা সরাসরি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যাবে। যারা হারবে তাদের দ্বিতীয় কোয়ালিফায়ারে অংশ নিতে হবে। ফলে ম্যাচে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা বলা যায়। তারই প্রেক্ষিতে দেখে নেওয়া যাক দুই দলের শক্তি ও দুর্বলতা। ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময় জেনে নেওয়া যাক।

মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি ও দুর্বলতা
শক্তি : ফিট থাকলে অধিনায়ক রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি হতে চলেছেন। দলে রয়েছেন কুইন্টন ডি কক, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটসম্যানরাও। বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্টের মতো তারকারা।
দুর্বলতা : প্রথম একাদশের কোনও ক্রিকেটার চোট পেলে, তাঁর পরিবর্ত হিসেবে রিজার্ভ ততটা শক্তিশালী নয়। যে কারণে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতে হয়েছিল মুম্বইকে।

দিল্লি ক্যাপিটালসের শক্তি ও দুর্বলতা
শক্তি : ইন-ফর্ম শিখর ধাওয়ান, অধিনায়ক শ্রেয়স আইয়ার, মার্কাস স্টইনিস, শিমরোন হেটমায়ার, ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। বোলিং বিভাগের শক্তি কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া, রবিচন্দ্রণ অশ্বিন।
দুর্বলতা : ফর্মে নেই ওপেনার পৃথ্বী শ। সেই সঙ্গে ধারাবাহিকতার অভাবেও ভুগছে দিল্লি ক্যাপিটালস।

ম্যাচের প্রেক্ষাপট
আইপিএল ২০২০-এর প্রথম প্লে-অফে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। যে দল জিতবে, তারা সরাসরি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যাবে। যারা হারবে তাদের দ্বিতীয় কোয়ালিফায়ারে অংশ নিতে হবে।

কোথায় এবং কখন ম্যাচ
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।