জন্মদিনের ৩ দিনের মধ্যে অসুস্থ ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা, ভর্তি হাসপাতালে
দিন কয়েক আগেই জন্মদিন গিয়েছে। ৬০ বছরে পা দিয়েছেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা। জন্মদিনের পরের সময়টা অবশ্য ভালো কাটল না দিয়েগোর। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ফুটবল কিংবদন্তি। বুয়েনেস আইরেসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

জন্মদিনের ৩ দিন বাদেই হাসপাতালে ভর্তি
৩০ অক্টোবর জন্মদিন গিয়েছে। তারপর সোমবার মারাদোনাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ডাক্তাররা আশ্বস্ত করেছেন, গুরুতর কোনও অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়নি।

করোনা কালে মারাদোনাকে নিয়ে ভয়
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংকটের মাঝে ষাটে পা দেওয়া মারাদোনাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও ডাক্তাররা জানিয়েছেন করোনা নয়, মানসিক অবসাদের কারণে দিয়েগোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানসিক অবসাদের পাশাপাশি মারাদোনার ডিহাইড্রেশান ও রক্তাল্পতার সমস্যাও দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। সেই কারণেই ধারাবাহিক চিকিৎসার প্রয়োজনেই বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।

জন্মদিনের দিন মাঠে এসেছিলেন মারাদোনা
আরও জানা গিয়েছে, ৬০ তম জন্মদিনে মারাদোনা মাঠে এসেছিলেন। জিমনাসিয়া ক্লাবের ম্যাচ দেখেছেন। তবে দিয়েগোর ব্যক্তিগত চিকিৎসক আরও জানিয়েছেন, মারাদোনার শরীর বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না। মানসিক সমস্যার কারণে মারাদোনার শারীর ভেঙে পড়ছে। সেই জন্যেই চেক আপের প্রয়োজনে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও জানা গিয়েছে মারাদোনা জেনারেল বেডেই রয়েছেন।

মারাদোনার চিকিৎসক কী জানালেন
মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপল্ডো লুকু কিংবদন্তি ফুটবলারের শারীরিক অবস্থা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি পরিষ্কার করে দেন, মারাদোনার করোনার কোনও লক্ষণ দেখা যায়নি। তবে মারাদোনার এক কর্মীর সম্প্রতি করোনা হয়েছিল। সেই কারণে দিয়েগো আইসোলেশনে ছিলেন।