ছয় থেকে চার, মেডেন থেকে ডট বল, আইপিএল ২০২০-এর বিভিন্ন বিভাগের সেরা কারা
শেষ হওয়ার পথে আইপিএল ২০২০। কয়েক দিনের মধ্যেই শুরু হবে টুর্নামেন্টের প্লে-অফ। চার দলের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করেন ক্রিকেটপ্রেমীরা। তার আগে দেখে নেওয়া যাক চলতি আইপিএলের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। ছয় থেকে চার, মেডেন থেকে ডট বলে সেরা কোন কোন ক্রিকেটার, তা জেনে নেওয়া যাক।

সবচেয়ে বেশি ছক্কা
আইপিএল ২০২০-তে সবচেয়ে বেশি ছক্কা এসেছে সঞ্জু স্যামসনের ব্যাট থেকে। রাজস্থান রয়্যালসের জার্সিতে ১৪ ম্যাচ খেলে ৩৭৫ রান করার পাশাপাশি ২৬টি ছক্কা হাঁকিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। দ্বিতীয় স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের ইশান কিষাণ ও পাঞ্জাবের নিকোলাস পুরান ২৫টি করে ছক্কা হাঁকিয়েছেন।

চারের নিরিখে এগিয়ে কে
আইপিএল ২০২০-তে সবচেয়ে বেশি চার মেরেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। ১৪টি ম্যাচ খেলা রাহুলের ব্যাট থেকে এসেছে ৫৮টি চার।

সবচেয়ে বেশি মেডেন
আইপিএল ২০২০-তে সর্বাধিক দুটি করে মেডেন দিয়েছেন সিএসকে-র দীপক চাহার, কেকেআরের শিবম মাভি, মুম্বই ইন্ডিয়ান্সের ট্রেন্ট বোল্ট ও আরসিবি-র মহম্মদ সিরাজ।

সবচেয়ে বেশি ডট বল
আইপিএল ২০২০-তে সবচেয়ে বেশি ডট বল করেছেন রাজস্থান রয়্যালসের জোফ্রা আর্চার। ১৭৫টি ডট বল এসেছে ব্রিটিশ ফাস্ট বোলারের ব্যাট থেকে। ১৫৩টি ডট বল দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের রশিদ খান। তৃতীয় স্থানে থাকা জসপ্রীত বুমরাহ ১৫০টি ডট বল দিয়েছেন।