• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আইপিএলে ৪ ম্যাচ পর নেমে ব্যাট হাতে ব্যর্থ রোহিত, জাতীয় দলে প্রত্যাবর্তন কবে?

চোট সারিয়ে চার ম্যাচ পর আইপিএল ২০২০-তে প্রত্যাবর্তন ঘটালেন রোহিত শর্মা। যদিও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে কোনও কেরামতি দেখাতে পারলেন না মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। মাত্র ৪ রান করে সাজঘরে ফিরলেন হিটম্যান। তবে রানিং বিটুইন দ্য উইকেট গতিশীল হওয়ায় অস্ট্রেলিয়াগামী ভারতীয় দলে রোহিতের অন্তর্ভূক্তি সময়ের অপেক্ষা বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা।

আইপিএলে ৪ ম্যাচ পর নেমে ব্যাট হাতে ব্যর্থ রোহিত, জাতীয় দলে প্রত্যাবর্তন কবে?

গত ১৬ অক্টোবর কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে চলতি আইপিএলে শেষ বার মাঠে নেমেছিলেন রোহিত শর্মা। ওই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের পেশিতে টান ধরার কারণে পরের চারটি ম্যাচ রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হয় মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে। রুদ্ধশ্বাস ডবল সুপার ওভারে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ হেরে গিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কাইরন পোলার্ডের নেতৃত্বে পরের চারটির মধ্যে তিনটি ম্যাচ জিতে আইপিএল ২০২০-এর প্লে-অফে জায়গা করে নিয়েছে মুম্বই। শনিবার দিল্লি ক্যাপিটালসকে ৯ উইকেটে হারিয়েছিল মুকেশ আম্বানির দল।

ইতিমধ্যে অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ভারতীয় দলের বাইরে রাখা হয়েছে রোহিত শর্মাকে। এই ইস্যুতে ক্রিকেট মহলে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। বিসিসিআইয়ের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও তোলা হয়েছিল। তবে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে যে চোটের কারণেই দলের বাইরে রাখা হয়েছে, তা বুঝিয়ে দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির।

মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে প্রত্যাবর্তন ঘটেছে রোহিত শর্মা। ব্যাট হাতে রান না পেলেও এই ম্যাচে হিটম্যানকে ফিটনেস পরীক্ষা দিতে হবে, তা স্পষ্ট। সন্তোষজনক পরিস্থিতিতে থাকলে রোহিত শর্মার জাতীয় দলে ফিরিয়ে নেওয়া হতে পারে বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা।

English summary
Rohit Sharma fails to impress by bat in his comeback match of IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X