• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
LIVE

LIVE বিহার দ্বিতীয় দফা নির্বাচন: ভোট দিলেন নীতীশ কুমার, সুশীল মোদী, চিরাগ পাসোয়ানরা

  • By
  • |

বিহারে প্রথম দফা নির্বাচন নির্বিঘ্নে কাটার পরে মঙ্গলবার দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই ধাপে ৯৪টি আসনে বিভিন্ন দলের লড়াই হবে। এই বিধানসভা ক্ষেত্রগুলি ১৭টি জেলায় ছড়িয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে পাটনা, বৈশালী, সীতামারহী, দ্বারভাঙা, মধুবনীর মতো এলাকা। গত কয়েকদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাহুল গান্ধীরা রীতিমতো জমিয়ে প্রচার সেরেছেন বিহারে। সেই প্রচার কার ঝুলিতে সাফল্য এনে দিতে পারে সেটা জানা যাবে ফলপ্রকাশের পর। এই নির্বাচনের সমস্ত আপডেট দেখে নিন একনজরে।

LIVE বিহার দ্বিতীয় দফা নির্বাচনের সমস্ত লাইভ আপডেট

Newest First Oldest First
11:05 AM, 3 Nov
বিহারে বহু জায়গায় ভিভিপ্যাটে প্রযুক্তিগত সমস্যা দেখা দিতে শুরু করেছে।
10:37 AM, 3 Nov
বিহারে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই।
10:36 AM, 3 Nov
বিহারে সবচেয়ে বেশি ভোট বক্তিয়ার পুরে পড়েছে। এখানে ১৪.৪৬ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট কুমহরারর এলাকায় পড়েছে। সকাল ৯ টা পর্যন্ত এখানে ভোট পড়েছে ৫. ৮৬ শতাংশ।
10:02 AM, 3 Nov
বিহারে সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ৮.০৫ শতাংশ।
9:59 AM, 3 Nov
ভোট দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারের দিঘা এলাকার স্কুলে পড়েছে তাঁর ভোটিং বুথ।
9:58 AM, 3 Nov
RJD সুপ্রিমো লালু প্রসাদের ছোটছেলে তথা বিহারে বিরোধী মহাজোটের মুখ তেজস্বী যাদব লড়ছেন বিহারের আরজেডি দূর্গ রঘোপুর থেকে। এই নিয়ে তিনি দ্বিতীয়বার এই আসনে লড়ছেন।
9:57 AM, 3 Nov
এবারের ভোটে চন্দ্রিকা রাই সারানের পারাসা কেন্দ্র থেকে লড়ছেন। পরাসাতে তিনি ১৯৮৫ থেকে ২০১৫ব সাল পর্যন্ত জিতে এসেছেন। তবে আগে তিনি ছিলেন লালু শিবিরের আরজেডি প্রার্থী, এখন তিনি নীতীশ শিবিরের জেডিইউ প্রার্থী। তাঁকে
9:56 AM, 3 Nov
বিহারে বিজেপি নেতা নিত্যানন্দ রাই দিলেন ভোট।
9:16 AM, 3 Nov
বিহারে সকলকে ভোট দিতে উৎসাহিত করলেন বিজেপি প্রধান জেপি নাড্ডা।
8:50 AM, 3 Nov
বিহারে চলছে ভোটদানের প্রক্রিয়া। বয়স্কদের সাহায্য করছেন পুলিশ অফিসাররা।
8:32 AM, 3 Nov
বিহারের জনতাকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করে মোদীর বার্তা।
8:31 AM, 3 Nov
সকাল থেকেই বিহারের বিভিন্ন বুথে লাইন। কেউ এলেন সাইকেলে।
7:57 AM, 3 Nov
ভোট দিলেন চিরাগ পাসোয়ান।খাগারিয়া কেন্দ্রে তিনি ভোট দেন।
7:42 AM, 3 Nov
সোশ্যাল ডিসটেন্সিং মেনে চলছে বিহারের নির্বাচন।
7:22 AM, 3 Nov
ভোট দিলেন বিহারের রাজ্যপাল ফাগু চৌহান।
7:21 AM, 3 Nov
বিহারে সবচেয়ে কম প্রার্থী রয়েছে দারাউলাতে। সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে মহারাজগঞ্জে। দারাউলাতে একজন প্রার্থী অন্যদিকে, মহারাজগঞ্জে ২৭ জন প্রার্থী।
7:19 AM, 3 Nov
ভোট দিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী।
7:19 AM, 3 Nov
এদিনের ভোটে যে ৯৪ টি আসন রয়েছে তারমধ্যে এই তাবড় ১১ টি এলাকায় বিহারে ২০১৫ সালে ভোট মার্জিন বেশিরভাগ ক্ষেত্রে ছিল ১০০০ বা তার কম। ফলে হাড্ডাহাড্ডি লটড়াই দেখা যাবে এলাকায় বলে আশা রাজনৈতিক বিশেষজ্ঞদের। এলকায় ২০১৫ল সালে সবচেয়ে কাঁটায় কাঁটায় যুদ্ধ হয়েছিল গ্যাংস্টার থেকে নেতা হওয়া আনন্দ মোহনের সঙ্গে জেডিইউএর শারফুদ্দিনের। ভোট ব্যবধান ছিল ৪৬১।
7:17 AM, 3 Nov
বিহারে দ্বিতীয় দফার ভোটে ৯৪ টির মধ্যে ১১ টি আসনের দিকে নজর থাকবে সকলের। এরমধ্যে পাটনা সাহিব, নালন্দা, সিওয়ান কুচাইকোটা, বারুরাজ, বারাউলি, ঝাঁঝরপুর, শেওহার,চানপাতিয়া,বেতিয়া, বিহারশরিফ গুরুত্বপূর্ণ এলাকা।
7:17 AM, 3 Nov
বিহারে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ।
1:31 AM, 3 Nov
আরজেডির হয়ে তেজপ্রতাপ ও তেজস্বী যাদব এই দফায় ভোটের লড়াইয়ে নেমেছেন।
1:31 AM, 3 Nov
অন্যদিকে আরজেডি ৫৬টি আসনে ও কংগ্রেস ২৪টি আসনে লড়াই করছে। এলজেপি ৫২টি আসনে, আরএলএসপি ৩৬টি, বিএসপি ৩৩টি, এনসিপি ২৯টি আসনে লড়ছে।
1:31 AM, 3 Nov
এই দফায় বিজেপি ৪৬টি আসনে, জেডিইউ ৪৩টি আসনে ও ৫টি আসনে বিকাশশীল ইনসান পার্টি লড়াই করছে।
1:31 AM, 3 Nov
প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও কোভিড প্রোটোকল কড়াভাবে মানা হবে। থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা যেমন থাকবে তেমনই স্যানিটাইজারের ব্যবস্থাও রাখা হবে।
1:30 AM, 3 Nov
এদিন সকাল ৭টা থেকে ভোটিং শুরু হবে। চলবে বিকেল ৬টা পর্যন্ত। তবে ৮টি মাও অধ্যুসিত এলাকায় বিকেল ৪টে পর্যন্ত ভোটদান পর্ব চলবে বলে জানানো হয়েছে।
1:30 AM, 3 Nov
এই দফায় ১৪৬ জন মহিলা প্রার্থী, ৫১৩ জন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী ও একজন রূপান্তরকামী প্রার্থী রয়েছেন।
1:30 AM, 3 Nov
এই দফায় ২.৮৬ কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মাধ্যমে ১৪৬৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।

English summary
Live Updates of Bihar Assembly Elections 2020 2nd Phase Polling in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X