আইপিএল ২০২০-র মাঝে হঠাৎ কেন হাই কোর্টের নোটিশের মুখে সৌরভ-বিরাট
আমিরশাহীতে জমজমাট আইপিএল ২০২০ এখন শেষের পথে। আজ সানরাইজার্স বনাম মুম্বই ম্যাচ দিয়ে লিগের লড়াই শেষ। এরপর প্লে অফের লড়াইয়ে ঢুকে পড়বে কোটি টাকার লিগ। তার মাঝেই এবার সৌরভ-বিরাটদের জন্যে খারাপ খরব।

হাই কোর্টের নোটিশের মুখে সৌরভ-বিরাট
আইপিএলের মাঝেই এবার আদালতের নোটিশের মুখে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু সৌরভ নয় ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিও আইনি নোটিশের মুখে পড়েছেন।

কী নিয়ে নোটিশের মুখে সৌরভ-বিরাট
অনলাইন এক স্পোর্টস ফ্যান্টাসি অ্যাপ এন্ডোর্স করার জন্যে মঙ্গলবার মাদ্রাজ হাই কোর্টের মাদুরাই বেঞ্চ একাধিক সেলিব্রিটির বিরুদ্ধে নোটিশ জারি করেছে। যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি, অভিনেতা প্রকাশ রাজ, তাম্মানা, রানা ও সুদীপ খানের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়।

ঠিক কী ঘটেছে
সম্প্রতি মাদ্রাজে একাধিক কিশোর ফ্যান্টাসি লিগে টাকা লাগিয়ে টাকা খুইয়েছেন। একাধিক ফ্যান্টাসি অ্যাপে টাকা হারানোর ধাক্কা সহ্য করতে না পেরে তাঁরা আত্মহত্যা করে বসেন। আত্মহত্যার এই ঘটনার পরই আইনজীবী মহম্মদ রিজভি আদালতে মামলা করেছেন।

অতীতেও ফ্যান্টাসি অ্যাপ যোগের কারণে কোহলির বিরুদ্ধে নোটিশ
এই প্রথম নয় এর আগে অগাস্টে অনলাইন জুয়ার এই ধরনের ফ্যান্টাসি অ্যাপ নিষিদ্ধ করা নিয়ে চেন্নাইয়ের এক আইনজীবী অ্যাপের সঙ্গে যুক্ত সেলিব্রিটিদের গ্রেফতার চেয়ে মামলা করেছিলেন। সেই মামলাতেই বিরাট কোহলিকে নোটিশ পাঠানো হয়।

বর্তমানে বিরাট ও সৌরভ কোন দুই ফ্যান্টাসি অ্যাপের সঙ্গে যুক্ত
প্রসঙ্গত ভারত অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে এমপিএল নামের একটি স্পোর্টস ফ্যান্টাসি অ্যাপ ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মাই সার্কেল ইলেভেন নামক ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপের সঙ্গে যুক্ত রয়েছেন।
অজান্তেই উইকেটের পিছনে দাঁড়িয়ে আইপিএলে অনন্য রেকর্ড গড়লেন কার্তিক