ফ্রান্সের পর অস্ট্রিয়া রক্তাক্ত! সন্ত্রাসবাদী হামলায় মৃত ২, আহত ১৫
ফ্রান্সের পর এবার ভিয়েনাতে আততায়ী হামলা। এক বন্দুকবাজ সেখানে একটি জনবহুল এলাকায় এলোপাথারি গুলি ছোঁড়ে। ঘটনায় মৃত্যু হয় ২ জনের। মুহূর্তে আহত হন ১৫ জন। ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলে বিবেচনা করছে প্রশাসন।

জানা গিয়েছে ,মূল আততায়ীকে খুঁজে বের করে তাকে নিকেশ করেছে ভিয়েনা পুলিশ। প্রসঙ্গত, করোনা ভাইরাস লকডাউনের মধ্যে এমন এলোপাথারি গুলি ছোঁড়ার ঘটনা রীতিমতো উদ্বেগে রেখেছে এলাকাবাসীকে। এর আগে রাষ্ট্রসংঘের একটি রিপোর্টে প্রকাশিত হয়, এবার দুনিয়ার বিভিন্ন এলাকায় 'লোন উল্ফ' ধরনের সন্ত্রাসবাদী হামলার দিকে জঙ্গিরা এগিয়ে যাবে। এর নেপথ্যে রয়েছে ফ্রান্সের রাষ্ট্রপ্রধানের মন্তব্য। এক্ষেত্রে ফরাসী নাগরিকদের প্রাণসংশয় নিয়েও বক্তব্য রাখে রাষ্ট্রসংঘ।
এদিকে, ভিয়েনার ঘটনায় অস্ট্রিয়া প্রশাসন মনে করছে, ঘটনার সঙ্গে অনেকে জড়িত রয়েছে। একজন ব্যক্তি সামে আসলেও, তার পিছনে অনেকে রয়েছে। ফলে ঘটনার মূল পাণ্ডাকে ধরতে এখনও পুলিশি অপারেশন চলছে। দেশের প্রশাসন গোটা হামলাকে সন্ত্রাসী হামলার নাম দিয়েছে।