For Quick Alerts
For Daily Alerts
LIVE

LIVE বিহার দ্বিতীয় দফা নির্বাচন: ভাগ্য নির্ধারণ হবে অনেক হেভিওয়েটদের
বিহারে প্রথম দফা নির্বাচন নির্বিঘ্নে কাটার পরে মঙ্গলবার দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই ধাপে ৯৪টি আসনে বিভিন্ন দলের লড়াই হবে। এই বিধানসভা ক্ষেত্রগুলি ১৭টি জেলায় ছড়িয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে পাটনা, বৈশালী, সীতামারহী, দ্বারভাঙা, মধুবনীর মতো এলাকা। গত কয়েকদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাহুল গান্ধীরা রীতিমতো জমিয়ে প্রচার সেরেছেন বিহারে। সেই প্রচার কার ঝুলিতে সাফল্য এনে দিতে পারে সেটা জানা যাবে ফলপ্রকাশের পর। এই নির্বাচনের সমস্ত আপডেট দেখে নিন একনজরে।
Newest First Oldest First