'জয় শ্রীরাম' ও 'ভারত মাতা কি জয়' নিয়ে কাদের সমস্যা রয়েছে! বিহারে ভোট প্রচারে পারদ চড়ালেন মোদী
বিহারে এদিন পর পর ভোটের প্রচারে গিয়ে ফের একবার ঝড় তুললেন নরেন্দ্র মোদী। দেশের প্রধানমন্ত্রী জনসভা ঘিরে এদিন সকাল থেকেই দ্বিতীয় দফার ভোটমুখী বিহারে পারদ তুঙ্গে ছিল। তবে মোদীর এদিনের সভা তৃতীয় ও শেষ দফার ভোটের প্রচারকে কেন্দ্র করে ছিল। আর তাতেই পারদ চড়ালেন তিনি।

'অন্যের কুর্তা ধরে ক্ষমতায় আসে'
এদিন মোদী কংগ্রেসের দিকে চাঁচাছোলা তোপ দেগে বলেন, কংগ্রেস এমনই একটি দল 'যারা অন্যের কুর্তা ধরে ক্ষমতায় আসে'। প্রসঙ্গত, বিভিন্ন রাজ্যে কংগ্রেসের জোট সরকারকে কটাক্ষ করে মোদী এমন বার্তা দিয়েছেন। এদিন আরারিয়ার সভা থেকে এই বক্তব্য রাখেন মোদী।

রাজ্যসভায় কংগ্রেসের লজ্জাজনক অবস্থান
মোদী এদিন বলেন, মানুষের জন্য কাজ না করায় কংগ্রেসকে আজ প্রত্যাখ্যান করেছে মানুষ। তিনি বলেন, 'এমন কিছু রাজ্য় আছে, যেখান থেকে রাজ্যের মানুষ একজনও কংগ্রেস কর্মীকে সাংসদ হতে দেননি। বর্তমানে কংগ্রেসের অবস্থা এমনই যে তাদের ১০০ জন রাজ্যসভা ও লোকসভা সাংসদও নেই।'

'জয় শ্রীরাম' বুলি নিয়ে পারদ তুঙ্গে
মোদী এদিন বলেন, 'জয় শ্রী রাম 'বুলি বলতে সমস্যা রয়েছে জঙ্গলরাজের শরিকদের। এই মন্তব্যে তিনি যে কংগ্রেস সহ বিরোধীদের সরাসরি কটাক্ষ করেছেন তা বলাই বাহুল্য। মোদী বলেন, এদের 'ভারত মাতা কি জয়' বলতেও সমস্যা রয়েছে। আর তারাই এখন বিহারের মানুষের থেকে ভোট চাইছেন। এই বার্তা মোদী সাহারসা সভা থেকে দেন।

'বিহারে ফের এনডিএ সরকার'
মোদী এদিনের সভাতেও পারদ চড়িয়ে ফের বলেন, প্রথম দফার ভোটের পর যা ইঙ্গিত মিলছে, তাতে বিহারে পের একবার এনডিএর সরকার আসবে। মোদী এদিন বলেন, দেশ বদলেছে। আগের মতো পরিস্থিতি নেই বলেই গরিব মায়ের সন্তান আজ প্রধান মন্ত্রী হতে পারছেন। আর তা বা হলে ' তিনি আপনাদের প্রধান সেবক' হতে পারতেন না।
পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেনই! ভোটের দিন আমেরিকায় উত্তাপ বাড়াচ্ছে সমীক্ষা রিপোর্ট