• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কলকাতার প্লে অফের ভাগ্য নির্ণায়ক ম্যাচ, আইপিএল ২০২০তে মুম্বই হায়দরাবাদ শেষ মহারণের ফল কী হয়েছিল

  • |

আইপিএল ২০২০তে আজ কেকেআরের প্লে অফে ভাগ্য নির্ণায়ক ম্যাচ। শারজা মহারণে মুখোমুখি মুম্বই-হায়দরাবাদ। মেগা ম্যাচে দুই দলের পাখির চোখ প্লে অফ লড়াই। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলে চার নম্বরে থেকে কোন দল প্লে অফ খেলে সেটাই এখন দেখার।

কলকাতার প্লে অফ ভাগ্য নির্ণায়ক ম্যাচ

কলকাতার প্লে অফ ভাগ্য নির্ণায়ক ম্যাচ

শারজায় সানরাইজার্সকে হারিয়ে দিলে আজ ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে থেকে প্লে অফে যাবে কেকেআর। অন্যদিকে সোমবার দ্বিতীয় দল হিসেবে দিল্লি ক্যাপিটালস ও তৃতীয় দল হিসেবে আরসিবি প্লে অফ নিশ্চিত করেছে। অন্যদিকে সানরাইজার্স ম্যাচ জিতলে কেকেআরকে টপকে তারা প্লে অফে যাবে।

আইপিএল ২০২০তে মুম্বই হায়দরাবাদ শেষ মহারণের ফল কী হয়েছিল

আইপিএল ২০২০তে মুম্বই হায়দরাবাদ শেষ মহারণের ফল কী হয়েছিল

আইপিএল ২০২০তে তে আজকের ভেন্যুতে শারজাতেই সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল মুম্বই। সেই ম্যাচে দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিয়েছিল রোহিত শর্মার দল।

টস জিতে ব্যাট নিয়ে রানের পাহাড়ে মুম্বই

টস জিতে ব্যাট নিয়ে রানের পাহাড়ে মুম্বই

ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স ৫ উইকেট হারিয়ে ২০৮ রান হাঁকিয়েছিল। রোহিত ৬ রানে আউট হলেও ডিককের ৬৭ ও ঈশানের ৩১ এবং পান্ডিয়া ভাইয়ের ব্যাটে রানের পাহাড় গড়েছিল মুম্বই। সেই ম্যাচে হার্দিক ১৯ বলে ২৮ ও ক্রুণাল ৪ বলে ২০ রান হাঁকায়। সেই পর্যন্ত ক্রুণালের বিধ্বংসী ব্যাটিংই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছিল।

সানরাইজার্সের হার কত রানে

সানরাইজার্সের হার কত রানে

জবাবে মুম্বইয়ের ত্রিফলা বোলিং আক্রমণে সানরাইজার্সকে ১৭৪ রানে বেঁধে রেখে ম্যাচ জিতেছিল মুম্বই। গত বারের আইপিএল চ্যাম্পিয়ন দলের হয়ে সানরাইজার্সের বিরুদ্ধে সেই ম্যাচে ট্রেন্ট বোল্ট, প্যাটিনসন ও বুমরাহ ২টি করে উইকেট নেন।

'ভারতীয়দের মধ্যে গণতন্ত্র কতটা গভীরে এবার তা বিশ্ব বুঝবে বিহারকে দেখে',ইঙ্গিতবহ বার্তা মোদীর

English summary
Ipl 2020: MI vs SRH match will decide KKR-SRH fate in Play offs, result of MI vs SRH last encounter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X