• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শাহরুখ খানকে কি জন্মদিনের সেরা উপহার দিতে পারবে 'মুম্বই'

  • |

বলিউড বাদশা শাহরুখ খানকে কি জন্মদিনের সেরা উপহার দিতে পারবে 'মুম্বই'। ২ নভেম্বর ৫৫ বছরে পা দিয়েছেন বাদশা। করোনা কালে অন্য বছরের মতো তাঁর জন্মদিনে জমকালো কোনও সেলিব্রেশন হয়নি। তবে এক দিন পর আজ 'মুম্বই'-এর দেওয়া উপহারে পরিবারের সঙ্গে সেলিব্রেশন করতে পারেন শাহরুখ!

শেষ ম্যাচে শাহরুখের দলের ভাগ্য জড়িয়ে

শেষ ম্যাচে শাহরুখের দলের ভাগ্য জড়িয়ে

আইপিএল ২০২০-র লিগ পর্বের শেষ ম্যাচের সঙ্গে আজ শাহরুখের দলের ভাগ্য জড়িয়ে রয়েছে। লিগের শেষে ম্যাচে শারজায় মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দরাবাদ। ইতিমধ্যেই মুম্বই ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০-র প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছেছে।

কোন পথে প্লে অফে কেকেআর

কোন পথে প্লে অফে কেকেআর

লিগের শেষ ম্যাচে মুম্বই সানরাজার্সকে হারিয়ে দিলে পয়েন্ট টেবিলের চার নম্বর দল হিসেবে প্লে অফে পৌঁছবে কেকেআর। নিজেদের শেষ ম্যাচে কেকেআর রাজস্থানকে ৬০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে চার উঠে এসেছে। তবে এখনও মর্গ্যানদের প্লে অফ নিশ্চিত নয়।

কোন পথে প্লে অফে সানরাইজার্স

কোন পথে প্লে অফে সানরাইজার্স

অন্যদিকে মুম্বইয়কে হারিয়ে দিলে নেট রান রেটে (+০.৫৫৫) এগিয়ে থাকার কারণে সানরাইজার্স পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এসে প্লে অফে পৌঁছবে। লিগে শেষ দুই ম্যাচে চোখ ধাঁধানো ক্রিকেট খেলে প্লে অফে দৌড়ে ওয়ার্নাররা। প্রথম তিন দল হিসেবে মুম্বই, দিল্লি ও আরসিবি প্লে অফে উঠেছে।

শাহরুখকে হাত উজাড় করে দিয়েছে মুম্বই

শাহরুখকে হাত উজাড় করে দিয়েছে মুম্বই

কেরিয়ার গড়তে মুম্বইয়ে আসার পর মায়ানগরী মুম্বই আজ পর্যন্ত শাহরুখ খানকে নিরাশ করেনি। সেক্ষেত্রে আজ শাহরুখের শহরের মুম্বই ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্সকে হারিয়ে বাদশার দল কেকেআরকে প্লে অফের টিকিট দিয়ে বাজিগরকে জন্মদিনের সেরা উপহার দিতে পারে কিনা, সেটাই এখন দেখার।

আইপিএল ২০২০ : সেরার শিরোপা কি হারাবেন রাহুল, বেগুনি টুপির লড়াইয়ে এগিয়ে কে?

English summary
Ipl 2020: MI vs SRH will decide Play offs fate for KKR, can mumbai give birthday gift to Srk with a win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X