• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সাদা বলের ফর্ম্যাট থেকে পন্থের বাদ পড়া নিয়ে মুখ খুললেন সৌরভ, কী বললেন বিসিসিআই সভাপতি

অস্ট্রেলিয়াগামী ভারতের সীমিত ওভারের দল থেকে বাদ পড়েছেন তরুণ উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান ঋষভ পন্থ। একদা টি-টোয়েন্টি স্পেশালিস্ট এই ক্রিকেটারের ঠাঁই হয়েছে কেবল দেশের টেস্ট দলে। তবে কী সাড়া জাগিয়েও নিভে গেলেন দিল্লির তরুণ উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান সংক্রান্ত প্রশ্ন যখন ক্রিকেট মহলে ঘুরতে শুরু করেছে, তখন এই ইস্যুতে মুখ খুললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

কী বললেন সৌরভ

কী বললেন সৌরভ

চলতি আইপিএলে ঋষভ পন্থের পড়তি ফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অস্ট্রেলিয়া সফরের জন্য টিম ইন্ডিয়ার সীমিত ওভারের দল থেকে বাদ পড়া মানেই ধীরে ধীরে হারিয়ে যাবেন তরুণ উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান, তাও মনে করেন না মহারাজ। তিনি বিশ্বাস করেন যে খুব দ্রুত ছন্দে ফিরবেন ঋষভ।

ফর্মে নেই ঋষভ

ফর্মে নেই ঋষভ

তরুণ ঋষভ পন্থকে কিংবদন্তি এমএস ধোনির উত্তরসূরি ভেবেছিলেন বিসিসিআইয়ের নির্বাচকরা। এরপরেই এই ক্রিকেটারের ফর্ম নিচের দিকে পড়তে শুরু করেছে। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলে মাত্র ২৮২ রান করেছেন ঋষভ।

ঋষভের আন্তর্জাতিক কেরিয়ার

ঋষভের আন্তর্জাতিক কেরিয়ার

ভারতীয় ক্রিকেট দলের হয়ে ১৩টি টেস্ট, ১৫টি ওয়ান ডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ৮১৪, ৩৪৬ এবং ৪১০ রান করেছেন ঋষভ পন্থ। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই বিরুদ্ধে দুটি শতরান করেছেন পন্থ।

এগিয়ে কেএল রাহুল

এগিয়ে কেএল রাহুল

চলতি আইপিএলে ৬০০-এর বেশি রান করা কেএল রাহুলকেই টিম ইন্ডিয়ার সীমিত ওভারের উইকেটরক্ষক হিসেবে ভাবা হয়েছে। দলে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকেও।

English summary
BCCI president Sourav Ganguly speaks about wicketkeeper Rishabh Pant
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X