শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ কী, 'ভাল ছেলে'কে বিজেপি নেতারা বলছেন যেসব কথা
শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) এখনও নিজে থেকে সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার কোনও ইঙ্গিত দেননি। তিনি বলেছেন, কারও কথা যেন সাধারণ মানুষ বিশ্বাস না করেন। অনেক কথাই রটছে। সবাই যেন তাঁর মুখের কথাই বিশ্বাস করেন। তবে বিজেপি নেতৃত্বের আশা, শুভেন্দু অধিকারী বিজেপিতেই যোগ দেবেন।

তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ারই সম্ভাবনা
বর্তমানে যা পরিস্থিতি, শুভেন্দু অধিকারীর নিজের জেলা পূর্ব মেদিনীপুরে তাঁর বিরোধী গোষ্ঠী যেভাষায় কথা বলছে, তাতে ভোটের আগে শুভেন্দু অধিকারীর তৃণমূল ছাড়ার সম্ভাবনা প্রবল। প্রতিদিনই বিভিন্ন সংবাদ মাধ্যমে জল্পনার কথা বলা হচ্ছে। তবে শুভেন্দু অধিকারী নিজে জানিয়েছেন, কেউ যেন কোনও জল্পনায় কান না দেন। কোনও সিদ্ধান্তের কথা, সবাই যেন তাঁর(শুভেন্দু) মুখ থেকেই জেনে নেন, অন্য কারও মুখ থেকে নয়।

নাম না করে নিশানায় অভিষেক সহ অনেকেই
শুভেন্দু অধিকারী কোনও মন্তব্যের সময়ে যেমন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিচ্ছেন না, তেমনই নাম নিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে বার্তা দিচ্ছেন, তিনি প্যারাসুটে নামেননি কিংবা লিফটে ওছেননি। সিঁড়ি ভেঙে উঠেছেন। শুভেন্দু অধিকারী বর্ণনা করেছেন ছাত্র রাজনীতি দিয়ে তাঁর উঠে আসার কথা। ১৯৮৮ সালে কলেজে জিএস, তারপর ১৯৯৫ সালে পুরসভার কাউন্সিলর। উল্লেখ করেছেন তিনি।

শুভেন্দুর প্রতি কেন আগ্রহ বিজেপির
নিজের জেলা পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এবং জঙ্গলমহলে শুভেন্দু অধিকারীর দাপট যথেষ্ট। এছাড়াও মালদহ, মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় শুভেন্দু অধিকারীর প্রভাব যথেষ্টই রয়েছে। বিজেপির হিসেবে, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলে অন্তত ৩৫ টি আশনে বিজেপির জয় নিশ্চিত।

বিজেপির দরজা খোলা
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলছেন, তাঁরা দরজা বড় করে খুলে রেখেছেন। সবাইকে নেওয়ার জন্য। কেউ আসতে চাইলে তাঁকে দলে নেওয়া হবে। কাজের লোককে সুযোগ করে দেওয়া হবে। একজন রাজনীতিবিদ রাজনীতি করতে চাইলে, সুযোগ করে দেওয়া হবে। কেউ বলছেন, উনি আসতে চাইলে স্বাগত, দরজা খোলা আছে। মুকুল রায় বলেছেন, তিনি স্বসম্মানে তিন বছরের বেশি সময় বিজেপিতে রয়েছেন। বিজেপি তাঁকে কাজ করার সুযোগ করে দিয়েছে।

শুভেন্দু অধিকারী ভাল ছেলে
শুভেন্দু অধিকারী যে ভাল ছেলে তা যেমন তাঁর দলের মন্ত্রী সাধন পাণ্ডে বলেন, তেমনই বলে বিজেপির প্রাক্তন সাংসদ অনুপম হাজরাও। শুভেন্দু অধিকারী এলে দল লাভবান হবে বলেই মনে করেন তিনি। তাঁর মতে অধিকারী পরিবার তৃণমূলে বরাবরই বঞ্চিত।