বিহার বিধানসভা ভোটে বামেদের ভোট শেয়ার কোন ইঙ্গিত দিচ্ছে! দ্বিতীয় দফার হাড্ডাহাড্ডি লড়াই একনজরে
বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণে আজ ৯৪ টি আসনে লড়াই চলছে। এই ৯৪ আসনের মধ্যে বিহারের মহাজোটে আরজেডি ভরসার জায়গায় রেখেছে বামেদের। এদিকে প্রথম দফা ভোটের পর বিহারে বাম শিবির বেশ চনমনে। তবে তার আগে একনজরে দেখে নেওয়া যাক, বিহারে পর পর নির্বাচনে বামেদের ভোট শেয়ার কোন পর্যায়ে গিয়েছে। আর কেনই বা বাম দূর্গে ভরসা রাখছে আরজেডি?

বাম শিবিরে ভোট শেয়ার
বিহারে বিধানসভা নির্বাচনে বাম শিবিরে পর পর ভোটে ভোট শেয়ার পড়েছে। ২০০৫ সালে বিহারে বামেদের ভোট শেয়ার ৫.০৪ শতাংশ ছিল। এরপর ২০১৫ সালে বামেদের ভোট শেয়ার গিয়ে দাঁড়ায় ৩.৫১ শতাংশে। তবে তারপরেও কিছু ভোট গণিতে ভর করে আরজেডি তুরুপের তাস হিসাবে বামেরা উঠে আসে।

কেন বামেদের ওপর ভরসা আরজেডির?
প্রসঙ্গত, আগের বিধানসভা নির্বাচনে আরজেডির সঙ্গে হাত মেলায় জেডিইউ। তবে এবারে জেডিইউ শূন্য বিহারের মহাজোটে বামেরা সেই জায়গা নিতে পারবে বলে ভরসা আরজেডির। কারণ আরজেডির দাবি , বামেদের একটা নির্দিষ্ট সংখ্যক একটি ক্যাডার রয়েছে। ফলে এদের ভোটার সংখ্যা নির্দিষ্ট রয়েছে। যা ব্যবহার করতে চায় আরজেডি।

গোবলয়ের আঞ্চলিক দলের থেকেও ভরসা বেশি বাম দলে!
এদিকে, আরজেডি, গোবলয়ের নিজস্ব দল হিন্দুস্তানি আওয়াম মোর্চা ও ভিআইপির মহাজোট থেকে সরে যাওয়া নিয়ে খুব একটা উদ্বিগ্ন নয়। কংগ্রেস বড়সড় জোট চাইলেও আরজেডি বামদলগুলিকে নিয়ে বিজেপি বিরোধিতার কার্ড দিয়ে কেল্লাফতে করতে গেমপ্ল্যান তৈরি রেখেছে।

প্রথম দফার পর দ্বিতীয় দফায় বাম দূর্গ বেগুসরাই
প্রথম দফার ভোটে বিহারে বামদলগুল ৮ টি আসনে লড়েছে। এদিকে, তারপর বিহারের দ্বিতীয় দফায় বেগুসরাইতে ভোট। কথায় বলে, এই বেগুসরাই কার্যত বিহারের লেনিন গ্রাদ। ফলে এই এলাকা থেকে আরজেডি জোটকে বামেরা নিরাশ করবে না বলে মত স্থানীয় বাম নেতাদের। ফলে এদিনের ভোটের লড়াইয়ে এনডিএ বড় চ্যালেঞ্জে পড়তে পারে।
বিহারে ৯ টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে! দ্বিতীয় দফা ঘিরে কিছু গুরুত্বপূর্ণ আপডেট