ক্ষমতায় এলে সব আকাঙ্খা পূরণ হবে বিহারবাসীর, নীতীশকে জেতাতে মোরিয়া মোদীর ভোট প্রতিশ্রুতি
জমি হারাচ্ছেন নীতীশ। সেটা আঁচ করতে পেরেছে বিজেপি। সেকারণেই বিহারে নীতীশের সব প্রচারেই মোদীকে দেখা যাচ্ছে। তৃতীয় দফার ভোটের আগে বিহারের ফরবেশগঞ্জে নির্বাচনী প্রচারে গিয়ে বিহারবাসীর সব আকাঙ্খা পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। তিনি বলেছেন শেষ বছরে বিহারবাসীর ন্যূনতম প্রয়োজন মেটানোর উপরেই জোর দিয়েছিল নীতীশ সরকার। এবার ক্ষমতায় এলে বিহারবাসীর সব আকাঙ্খা পূরণ করবে নীতীশ সরকার।

মোদীর ভোট প্রতিশ্রুতি
একদিকে যখন বিহারে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। অন্যদিকে বিহারে তৃতীয় দফার ভোট প্রচারে চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের ফোরবেশগঞ্জে ভোট প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই বিহারের বাসিন্দাদের সব আকাঙ্খা পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন এবার জেডিইউ-বিজেপি জোট সরকার ক্ষমতায় এলে বিহারবাসীর সব আকাঙ্খা পূরণ হবে।

শেষ এক দশকে কী করেছে নীতীশ
নীতীশ সরকারের শাসন নিয়ে গুণগান গেয়েছেন মোদী। তিনি বলেছেন গত এক দশকে নীতীশ সরকার বিহার বাসীর জরুরত অর্থাৎ ন্যূনতম প্রয়োজনগুলি মেটাতেই মন দিয়েছিল। গ্রামে গ্রামে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করেছে। প্রসঙ্গত উল্লেখ্য যদিও গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি মোদী সরকার। এবার তাঁদের আকাঙ্খা পূরণ হবে। অবশ্যই তার জন্য আগে জেডিইউ এবং বিজেপি সরকারকে ক্ষমতায় আনতে হবে। তবেই বিহার বাসীর সব আকাঙ্খা পূরণ হবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মহিলারা চান এনডিএকে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার সেই মহিলা ভোটারদের তুষ্ট করার দিকেই মন দিয়েছেন প্রচারে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন বিহারের মহিলা ভোটাররা আরও বেশি করে এনডিএ সরকারকেই চান। কারণ তাঁরা জানেন একমাত্র এনডিএ সরকারই তাঁদের জন্য কাজ করেছে। এনডিএ সরকারই গরিব মানুষকে সত্যিকারের ভোটের অধিকার দিয়েছে। সমাজের সব স্তরের মানুষ স্বাধীন ভাবে নিজের ভোট দেওয়ার অধিকার পেয়েছেন।

আজ বিহারে হেভিওয়েটদের ভোট
আজ বিহারে দ্বিতীয় দফার ভোট গ্রহন চলছে। দ্বিতীয় পর্বে ভোট দিয়েছেন হেভিওয়েটরা। তেজস্বী যাদব, রাবড়ি দেবী থেকে শুরু করে নীতীশ কুমার সকলেই ভোট দিয়েছেন দ্বিতীয় দফায়। ৯৪টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোট গ্রহন। এর পরে তৃতীয় দফা রয়েছে ৭ নভেম্বর এবং ভোটের ফলাফল প্রকাশ হবে ১০ নভেম্বর।
বিহারের দ্বিতীয় দফার ভোটে 'ডার্ক হর্স' হয়ে এনডিএ-কে ধাক্কা দিতে পারে কারা! ভোট-অঙ্কের কিছু তথ্য