For Quick Alerts
For Daily Alerts
LIVE

LIVE মার্কিন নির্বাচন ২০২০: ট্রাম্প না বাইডেন, কে হাসবেন শেষ হাসি
মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন- কে জয়ী হবেন, সেদিকেই এখন তাকিয়ে গোটা বিশ্ব। ট্রাম্প নতুন করে দ্বিতীয়বার দায়িত্ব পেতে পারেন। অথবা বাইডেন প্রথমবার মসনদে বসতে পারেন। সেদেশের নির্বাচন অন্য দেশের তুলনায় খানিক আলাদা। ভোটগ্রহণের আগেই কোটি কোটি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে ফেলেছেন। ভোট সম্পন্ন হওয়ার পরই শুরু হবে ফলাফল জানার পালা। শেষ অবধি কে শেষ হাসি হাসবেন তার সমস্ত আপডেট দেখুন একনজরে।
Newest First Oldest First
ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ভোটের নিরিখে কেউ কাউকে এগোতে দিচ্ছে না। কানায় কানায় চলছে লড়াই। যদিও এই নিয়ে ভারতের বাড়তি চিন্তার কোনও কারণ নেই। কারণ আখেরে লাভ হবে ভারতেরই। উল্টে চাপ বাড়বে বেজিংয়ের। কারণ ট্রাম্প বা বাইডেন কেউই কিন্তু চিনের প্রতি খুব একটা সন্তুষ্ট নয়।