• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
LIVE

LIVE মার্কিন নির্বাচন ২০২০: ট্রাম্প না বাইডেন, কে হাসবেন শেষ হাসি

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন- কে জয়ী হবেন, সেদিকেই এখন তাকিয়ে গোটা বিশ্ব। ট্রাম্প নতুন করে দ্বিতীয়বার দায়িত্ব পেতে পারেন। অথবা বাইডেন প্রথমবার মসনদে বসতে পারেন। সেদেশের নির্বাচন অন্য দেশের তুলনায় খানিক আলাদা। ভোটগ্রহণের আগেই কোটি কোটি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে ফেলেছেন। ভোট সম্পন্ন হওয়ার পরই শুরু হবে ফলাফল জানার পালা। শেষ অবধি কে শেষ হাসি হাসবেন তার সমস্ত আপডেট দেখুন একনজরে।

LIVE মার্কিন নির্বাচন ২০২০: ট্রাম্প না বাইডেন, কে জিতবেন

Newest First Oldest First
2:55 PM, 3 Nov
জো বাইডেনের ভাগ্যেই ঝুলছে প্রেসিডেন্টের পদ, ভোট পূর্ববর্তি সমীক্ষা তাই বলছে
2:36 PM, 3 Nov
প্রথম থেকেই বাইডেনের সমর্থন জানিয়েছেন বারাক ওবামা। ভোটের দিনও তাই করেেছন তিনি। বাইডেনের হয়ে ভোটের দিনও প্রচার করেন ওবামা।
1:57 PM, 3 Nov
ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ভোটের নিরিখে কেউ কাউকে এগোতে দিচ্ছে না। কানায় কানায় চলছে লড়াই। যদিও এই নিয়ে ভারতের বাড়তি চিন্তার কোনও কারণ নেই। কারণ আখেরে লাভ হবে ভারতেরই। উল্টে চাপ বাড়বে বেজিংয়ের। কারণ ট্রাম্প বা বাইডেন কেউই কিন্তু চিনের প্রতি খুব একটা সন্তুষ্ট নয়।
1:33 PM, 3 Nov
করোনা সংক্রমণের আতঙ্কে তাই ভোট শুরুর আগেই প্রায় ১০ কোটি ভোটার ভোট দিয়ে ফেলেছেন। আজ মাত্র ৬ কোটি ভোটার ভোট দিচ্ছেন। আর এটাই চিন্তা বাড়িয়েছে ট্রাম্প শিবিরে।
12:38 PM, 3 Nov
পপুলার ভোটে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হন না। ৫৩৮ জন সদস্যের ইলেক্টোরাল কোলাজ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রেসিডেন্সি জিততে প্রতিটি প্রার্থীর ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
12:35 PM, 3 Nov
মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়া রিপাবলিকান প্রার্থী তথা বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বয়স ৭৪ বছর। ওদিকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বয়স ৭৭ বছর।
12:33 PM, 3 Nov
ইতিমধ্যে ৯ কোটি ৩০ লক্ষের বেশি মানুষ ভোটাধিকার প্রয়োগ করে ফেলেছেন। ২০১৬ সালে ভোট দেন ১৩.৮৮ কোটি মানুষ।
12:32 PM, 3 Nov
মার্কিন নির্বাচনে ২৩.৯ কোটি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

English summary
US Elections 2020: Donald Trump or Joe Biden Fate to be Decided, Know Updates in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X