মহামারির ধাক্কা সামলেও অর্থনীতির বিকাশ থেমে থাকেনি, দাবি অর্থ মন্ত্রকের
দেশে করোনা ভাইরাস মহামারি সত্ত্বেও ভারতের বিকাশের কাহিনী থেমে থাকেনি। ঘোষণা করেছে অর্থ মন্ত্রকের অন্তর্গত অর্থনৈতিক বিষয়ক বিভাগ। যদিও করোনা ভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকেই দেশের আর্থিক মন্দা তলানিতে চলে গিয়েছিল বলেই সরকারের পক্ষ থেকে আগে জাননো হয়েছিল।

ডিইএ সম্পাদক তরুণ বাজাজ বলেন, 'আনলকের পর থেকেই ভারতে কিছু মাস যাবৎ অর্থনীতি কিছুটা হলেও ফিরে দাঁড়িয়েছে। আগামী মাসগুলিতে অর্থনীতির উন্নয়ন আরও হবে বলে আমরা আরও আশা করছি।’ তিনি আরও জানিয়েছেন যে খাদ্যবস্তর দাম বৃদ্ধি পাওয়া এক্ষেত্রে একটি বিচ্ছিন্ন ঘটনা। তরুণ বাজাজ বলেন, 'আমরা এই দাম কমানোর জন্য শীঘ্রই কোনও না কোনও ব্যবস্থা করব।’ তিনি জানান যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পরবর্তী আর্থিক প্যাকেজ নিয়ে ঘোষণা করবেন। শিল্পের থেকে বিভিন্ন প্যাকেজ পাওয়ার জন্য অর্থমন্ত্রক তাদের অনুরোধ করছে বলেও জানান বাজাজ।
অন্যদিকে রবিবার অর্থ সচিব অজয় ভুশন পাণ্ডে ইঙ্গিত দেন যে সরকার আরও একটি স্বস্তিমূলক আর্থিক প্যাকেজ নিয়ে কাজ করছে তবে তার সময়সীমা নিয়ে এখনও কিছু জানা যায়নি। পাণ্ডে এ প্রসঙ্গে বলেন, 'অর্থনীতি বা জনগোষ্ঠীর কোন ক্ষেত্রে, কোন সময়ে, কোন ধরনের সহায়তা প্রয়োজন এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানতে আমরা মাঠে নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করি। এরপর আমরা শিল্প সংস্থা, বাণিজ্য, বিভিন্ন মন্ত্রণালয়ের পরামর্শ গ্রহণ করি এবং তাদের পরামর্শ এবং অর্থনীতির প্রয়োজনীয়তাগুলি অনুসরণ করার পরে আমরা সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করি।’
প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গতমাসেই জানিয়েছিল যে চলতি অর্থবছরে অর্থনীতি ৯.৫ শতাংশ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান দফতরের হিসাব অনুসারে জিডিপি অর্থবছরের ফার্স্ট কোয়াটারে ২৩.৯ শতাংশ কমেছে।
বিহার বিধানসভা ভোট ২০২০: শান্তিপূর্ণ,সুষ্ঠু নির্বাচন দ্বিতীয় দফায়, রেকর্ড ভোট পড়ল মুজফফরপুরে