• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

নির্বাচনের আগে শেষ সমীক্ষা আমেরিকায়, মার্কিন মুলুকে 'ব্যাটসগ্রাউন্ড' স্টেটগুলিতে এগিয়ে কে?

আমেরিকায় ইতিমধ্যে ৯ কোটি ৩০ লাখেরও বেশি ভোটদাতা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ফেলেছেন। আগাম ভোটের সর্বকালীন রেকর্ড ভেঙে গিয়েছে বহু আগে। মোট নথিভুক্ত ভোটারের এক তৃতীয়াংশ ভোট ইতিমধ্যে পড় গিয়েছে। এই অবস্থায় মার্কিন মুলুকে অনুষ্ঠিত হতে চলা নির্বাচনের আগের দিন প্রকাশিত সমীক্ষায় এগিয়ে কে? বাইডেন না কি ট্রাম্প।

হোয়াইট হাউজের দৌড়ের নিয়মাবলী কী? একনজরে মার্কিন নির্বাচনের খুঁটিনাটি

ট্রাম্পের তুলনায় বাইডেন এগিয়ে

ট্রাম্পের তুলনায় বাইডেন এগিয়ে

সমীক্ষা অনুযায়ী ট্রাম্পের তুলনায় বাইডেন এগিয়ে আছেন 'রাস্ট বেল্ট' রাজ্যগুলিতে। এই রাজ্যগুলির মধ্যে আছে, ওহায়ো, মেরিল্যান্ড, ইন্ডিয়ানা, মিশিগানের একটা অংশ, উইসকনসিন, উত্তর ইলিনয়ের মতো রাজ্যগুলি। গতবার বাইডেনের দলের প্রার্থী হিলারি ক্লিন্টন এখানে যা ভোট পেয়েছিলেন, এ বার বাইডেন তার থেকেও বেশি ভোট পেতে পারেন।

বজরে উইসকনসিন ও মিশিগান

বজরে উইসকনসিন ও মিশিগান

প্রেসিডেন্ট নির্বাচনের আগে রবিবার জো বাইডেন পেনসিলভানিয়ায় ঘাঁটি গেড়েছেন। ব্যাটসগ্রাউন্ড স্টেট এবং ফলাফলের নিরিখে পেনসিলভানিয়া খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও উইসকনসিন ও মিশিগানের গুরুত্ব এই নির্বাচনে অনেক বেশি। তাছাড়া টেক্সাসে ৩৮টি এবং ফ্লরিডায় ২৯টি করে কলেজ ভোট রয়েছে। এই রাজ্যগুলিও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই নির্বাচনে।

ইলেক্টোরাল কলেজের ভোটের নিরিখে নির্বাচিত হন মার্কিন প্রেসিডেন্ট

ইলেক্টোরাল কলেজের ভোটের নিরিখে নির্বাচিত হন মার্কিন প্রেসিডেন্ট

সমীক্ষাগুলির মতে, ফ্লোরিডা, অ্যারিজোনার মতো সান বেল্টের রাজ্যগুলিতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। মার্কিন সংবিধানের নিয়ম অনুযায়ী ৫০টি অঙ্গরাজ্যের ইলেক্টোরাল কলেজের ভোটের নিরিখে নির্বাচিত হন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে গেলে অন্তত ২৭০টি কলেজ জিততে হবে।

কী বলছে সমীক্ষা?

কী বলছে সমীক্ষা?

এবিসি-র সমীক্ষা বলছে, ফ্লোরিডায় ট্রাম্প দুই পয়েন্টে এগিয়ে আছেন। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের দাবি, ট্রাম্প তিন পয়েন্টে পিছিয়ে আছেন। ২০১৬ সালে এই রাজ্যে পকেটস্থ করেছিলেন ট্রাম্প। এদিকে নিউ ইয়র্ক টাইমসের সমীক্ষা বলছে উইসকনসিনে বাইডেন এগিয়ে আছেন ১১ পয়েন্টে। সিএনএন বলছে, ট্রাম্প আট পয়েন্টে পিছিয়ে আছেন।

পেনসিলভানিয়ায় এগিয়ে রয়েছেন বাইডেন

পেনসিলভানিয়ায় এগিয়ে রয়েছেন বাইডেন

এদিকে সমীক্ষা অনুযায়ী পেনসিলভানিয়ায় এগিয়ে রয়েছেন বাইডেন। ওয়াশিংটন পোস্ট বলছে সাত পয়েন্টে, নিউ ইয়র্ক টাইমস ছয় পয়েন্টে। এদিকে শেষ লগ্নে ট্রাম্পকে রিপাবলিকানদের ঘাঁটি হিসাবে পরিচিত মিশিগান, আইওয়া, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, জর্জিয়ায় সভা করতে দেখা গেল। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত মার্কিন নির্বাচনে জয় হয় কার।

ব্যাটলগ্রাউন্ড স্টেটের লড়াই

ব্যাটলগ্রাউন্ড স্টেটের লড়াই

ডেমোক্র্যাট হিসাবে চিহ্নিত ২০৩টি কলেজ ভোট যেতে চলেছে বাইডেনের পক্ষে। অপরদিকে ১২৫টি রিপাবলিকান কলেজ ভোট পেয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প। তবে আসল লড়াই হবে ২১০টি ব্যাটলগ্রাউন্ড কলেজ আসনের জন্য। এর মধ্যে সব থেকে বড় রাজ্যগুলি হল টেক্সাস এবং ফ্লোরিডা। টেক্সাসে ৩৮টি এবং ফ্লোরিডায় ২৯টি করে কলেজ ভোট রয়েছে।

কলকাতাঃ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে হরিদেবপুর থানা ঘেরাও বিজেপির

English summary
Day before the US election, Donald Trump trails to Democratic Presidential nominee Joe Biden
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X