• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শেষলগ্নের মরিয়া চেষ্টা, 'চিন'-এর ঘাড়ে ভর দিয়েই মার্কিন নির্বাচনে বাজিমাত করতে চান ট্রাম্প

আবারও ট্রাম্পের নিশানায় চিন। রবিবার এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'চিন যা করেছে তা অ্যামেরিকা কখনও ভুলবে না। করোনা ভাইরাস আমেরিকার অর্থনীতি বিধ্বস্ত করে দিয়েছে। শেষ লগ্নে ট্রাম্পকে রিপাবলিকানদের ঘাঁটি হিসাবে পরিচিত মিশিগান, আইওয়া, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, জর্জিয়ায় সভা করতে দেখা গেল।

হোয়াইট হাউজের দৌড়ের নিয়মাবলী কী? একনজরে মার্কিন নির্বাচনের খুঁটিনাটি

কী বলেন ট্রাম্প?

কী বলেন ট্রাম্প?

ট্রাম্প বলেন, 'আমেরিকার ইতিহাসে অর্থনীতি তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু চিন থেকে একটি ভাইরাস এসে সব নষ্ট করে দিল। এত কিছুর পরও আমরা দুই মিলিয়ন মানুষের জীবন বাঁচাতে পেরেছি। কিন্তু যা হয়েছে তা ঠিক হয়নি। আমরা ভুলব না চিন যা করেছে। আমরা তা ভুলতে পারি না।'

চিনকে প্রথম থেকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন ট্রাম্প

চিনকে প্রথম থেকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন ট্রাম্প

করোনা ভাইরাস নিয়ে চিনকে প্রথম থেকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। করোনা সংক্রমণের সবথেকে বেশি প্রভাব পড়েছে আমেরিকায়। ২ লক্ষ ৩১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এই আবহে এর আগে মার্কিন কাউন্টার ইন্টেলিজেন্স জানিয়েছিল, রাশিয়া, চিন দুই দেশই অনলাইনে গুজব ছড়িয়ে ও অন্যান্য উপায়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটারদের প্রভাবিত, বিশৃঙ্খলা তৈরি ও মার্কিন ভোটারদের আস্থান পরিবর্তনের চেষ্টা করছে।

চিনের প্রতি বাইডেনের নরমপন্থা নিয়ে কটাক্ষ ট্রাম্পের

চিনের প্রতি বাইডেনের নরমপন্থা নিয়ে কটাক্ষ ট্রাম্পের

গতকাল নির্বাচনী সভা থেকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে চিনের প্রতি নরমপন্থা নিয়ে কটাক্ষ করেন ট্রাম্প। তাঁর অভিযোগ, বেজিং চাইছে নির্বাচনে বাইডেন জিতুন। প্রতিপক্ষ প্রার্থীকে ঘুমন্ত বলে কটাক্ষ করতেও ছাড়েননি ট্রাম্প। গতকাল মোট পাঁচটি জনসভায় যোগ দেন ডোনাল্ড ট্রাম্প। আজ আরও পাঁচটি জনসভায় তাঁর যোগ দেওয়ার কথা। আগামীকাল সেখানে প্রেসিডেন্ট নির্বাচন।

কলকাতাঃ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে হরিদেবপুর থানা ঘেরাও বিজেপির

English summary
Donald Trump slams China in an last attempt to gain points over Joe Biden before US Elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X