নাইটদের হয়ে কার ব্যাটে সবচেয়ে বেশি ছক্কা, ৫২ ছক্কার রাসেলের এবছর সংগ্রহ কটি?
রাজস্থান ম্যাচ জিতে আইপিএল ২০২০তে অভিযান শেষ কলকাতার। লিগের শেষ ম্যাচ জিতে ১৪ পয়েন্টে পৌঁছল কলকাতা। ১৪ ম্যাচ খেলে ৭টি জয় ও ৭টি হারের পর কেকেআর এই মুহূর্তে পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে। একনজরে কেকেআরের হয়ে লিগ পর্বে সবেচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকা দেখে নেওয়া যাক।

শীর্ষে কে?
নাইটদের হয়ে লিগ পর্বে ইয়ন মর্গ্যান সবচেয়ে বেশি ২৪ টি ছক্কা হাঁকিয়েছেন। রবিবার রাজস্থানের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে মর্গ্যান ৬টি ছক্কা হাঁকান।

দ্বিতীয় স্থানে কে?
মর্গ্যানের হাঁকানো ছক্কার অর্ধেক ছক্কা হাঁকিয়েছেন নীতীশ রানা। ১৪ ম্যাচে খেলে লিগ পর্বের শেষে রানা ১২টি ছক্কা হাঁকিয়েছেন।

তৃতীয় স্থান কে?
১১টি ম্যাচ খেলে রাহুল ত্রিপাঠী ১০টি ছক্কা হাঁকিয়েছেন। সব মিলিয়ে সংগ্রহ লিগ পর্বে কেকেআরের ডানহাতি ব্যাটসম্যানের সংগ্রহ ২৩০ রান।

চার নম্বরে কে?
আইপিএল ২০২০তে কেকেআরের হয়ে এবছর লিগ পর্বের শেষে সবচেয়ে বেশি রান শুভমান গিলের। ১৪ ম্যাচ খেলে গিল ৪৪০ রান হাঁকিয়েছেন। নাইট ওপেনারের ছক্কার সংখ্যা ৯টি।

পাঁচ নম্বরে কে?
লিগ পর্বে কেকেআরের হয়ে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় আন্দ্রে রাসেল পাঁচ নম্বরে রয়েছেন। এবছর লিগ পর্বের ১০ ম্যাচ শেষে রাসেল মাত্র ৯টি ছক্কা হাঁকিয়েছেন। গত বছর এই রাসেলই আইপিএল ২০১৯ মরসুমে সবচেয়ে বেশি ৫২টি ছক্কা হাঁকিয়েছিলেন।
শেষলগ্নের মরিয়া চেষ্টা, 'চিন'-এর ঘাড়ে ভর দিয়েই মার্কিন নির্বাচনে বাজিমাত করতে চান ট্রাম্প
