• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

জলসংকট কি কলকাতাকে শীঘ্রই গ্রাস করতে চলেছে! ভারতের ৩০ টি শহরের পরিস্থিতি নিয়ে নয়া রিপোর্ট কী বলছে

  • |

পশ্চিমবঙ্গের দুর্গাপুর এদিন জলকষ্টের প্রবল সমস্যায় ভুগেছে। দামোদরের লকগেট মেরামতির জন্য সমস্যা দেখা দেয়। তবে জলকষ্টের সমস্যা যদি প্রাকৃতিক কারণে দেখা দেয়,তাহলে পরিস্থিতি কোন অন্ধকারের দিকে যেতে পারে! ওয়ার্ল্ড ওয়াইল্ড ফাউন্ডেশনের এক সাম্প্রতিক রিপোর্ট জলকষ্ট নিয়ে একটি আশঙ্কার বাণী শুনিয়েছে। যার মধ্যে আশঙ্কার মেঘ থাকছে ভারতের মাথার ওপরেও।

 বিশ্বের ১০০ শহরে জলকষ্ট চরম আকার নেবে!

বিশ্বের ১০০ শহরে জলকষ্ট চরম আকার নেবে!

রিপোর্ট বলছে, আসন্ন সময়ে বিশ্বের ১০০ টি শহরে জলকষ্ট চরম আকার নেবে। জল নিয়ে ঝুঁকি নাটকীয়তভাবে বাড়তে শুরু করবে এই সমস্ত শহরে। এই নিয়েই ভারতের ৩০ টি শহরের নাম বিশ্বের ১০০ টি শহরের তলিকায় উঠেছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে সাবধান হওয়া সময় এখনই!

কবে নাগাদ সবচেয়ে বেশি জলকষ্ট হবে?

কবে নাগাদ সবচেয়ে বেশি জলকষ্ট হবে?

এখন থেকেই যদি জলের সমস্যার দিকে নজর না রাখা যায়, বা জল যদি ধরে না রাখার বন্দোবস্ত করা যায়, তাহলে ২০৫০ সালে গিয়ে পরিস্থিতি প্রবল আকার নেবে। বিশ্বের ১০০ টি শহরের ৩৫০ মিলিয়ন মানুষ এর প্রভাবে ভুগবেন বলেও জানাচ্ছে WWF। তবে ২০২০ সালও ছাড় পাচ্ছে না! এই বঠকে ১৭ শতাশ জলকষ্ট অনুভূত হচ্ছে। যা ২০৫০ এ গিয়ে ৫১ শতাংশে দাঁড়াবে।

 জলকষ্ট: ভারতের নামী শহরের তালিকা

জলকষ্ট: ভারতের নামী শহরের তালিকা

ভারতের যে ৩০ টি শহরে জলকষ্ট ঘিরে প্রবল সংকট দেখা দেবে ভারতের, জয়পুর, ইন্দোর, অমৃতসর,পুনে.,শ্রীনগর, কলকাতা, বেঙ্গালুরু, মুম্বই, কোঝিকোড, বিশাখাপত্তনমে প্রবল জলসংকট দেখা দেবে বলে জানিয়েছে WWF। বেশিরভাগ ক্ষেত্রেই স্মার্টসিটিগুলি এই সংকটে পড়বে ধীরে ধীরে।

 সংকট থেকে বাঁচতে কী প্রয়োজন?

সংকট থেকে বাঁচতে কী প্রয়োজন?

জলের এই কষ্ট থেকে বাঁচতে প্রয়োজন জল ঘিরে সঠিক ভারসাম্য রক্ষার পদক্ষেপ। এক্ষেত্রে জলসংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ,স জল ঘিরে পোক্ত পরিকাঠামোর দিকে সরকারগুলিকে নজর দিতে হবে বলে মত WWF এর। । পাশাপাশি জল নিয়ে স্থানীদের মধ্যে সচেতনতাও জরুরি বলে জানাচ্ছেন তাঁরা।

কলকাতাঃ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে হরিদেবপুর থানা ঘেরাও বিজেপির

English summary
Water issue, List of Indian Cities that dominate global list of 100 cities with highest overall water risk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X