আইপিএল ২০২০ : ব্যর্থ বিরাট, মরণ-বাঁচন ম্যাচে দিল্লির বিরুদ্ধে টেনেটুনে ১৫২ তুলল ব্যাঙ্গালোর
আইপিএল ২০২০-এর মাস্ট উইন ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে টেনেটুনে ১৫২ রান তুলতে সক্ষম হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফের ব্যর্থ হলেন বিরাট কোহলি। দুর্দান্ত পারফরম্যান্স করলেন দিল্লি ক্যাপিটালসের বোলাররা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রান তাড়া করে ম্যাচ জেতা সম্ভব বলে মনে করেন শ্রেয়স আইয়ার। শিশিরের জেরে রাতে বোলারদের পক্ষে বল গ্রিপ করা মুশকিল হবে বলে মনে করেছিলেন দিল্লি অধিনায়ক।
দুই দলই ১৩ ম্যাচ খেলে ১৪ পয়েন্টে অবস্থান করছে। আজকের ম্যাচ যারা জিতবে, তারা আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছে যাবে। যে দল হারবে, তাদের পক্ষে টুর্নামেন্টের পরবর্তী পর্বে পৌঁছনো মুশকিল হবে। রান রেট কম থাকলে আইপিএল ২০২০ থেকে ছিটকেও যেতে পারে যে কোনও একটি দল। সেই নিরিখে রয়্যাল চ্যালেলঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে লড়াই খুবই গুরুত্বপূর্ণ।
তা বুঝেই দুর্দান্ত পারফরম্যান্স করলেন দিল্লি ক্যাপিটালসের বোলাররা। জ্বলে উঠতে পারলেন না আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। বিধ্বংসী হয়ে উঠতে পারলেন না এবি ডিভিলিয়ার্সও। কেবল ৪১ বলে ৫০ রানের লড়াকু ইনিংস খেলেন আরসিবি ওপেনার দেবদত্ত পাড়িক্কল। টুর্নামেন্টে পঞ্চম অর্ধশতরান এল তাঁর ব্যাট থেকে। ২৪ বলে ২৯ রান করেছেন বিরাট কোহলি। ২১ বলে ৩৫ রান করেছেন এবি ডিভিলিয়ার্স। ১১ বললে ১৭ রান করেছেন শিবম দুবে।
দিল্লি ক্যাপিটালসের হয়ে ৩টি উইকেট নিয়েছেন ফাস্ট বোলার আনরিচ নরকিয়া। ২ উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা। একটি উইকেট নিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন।