উত্তরপ্রদেশ থেকে হরদীপ সিং পুরী সহ ১০ জন বিনা প্রতিদ্বণ্ডিতায় রাজ্যসভায় নির্বাচিত
সোমবার উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বণ্ডিতায় কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও অন্য ন’জন নির্বাচিত হন বলে জানা গিয়েছে। এঁদের মধ্যে আটজন বিজেপির পক্ষ থেকে এবং একজন সমাজবাদী পার্টি ও অন্যজন বিএসপির বলে জানা গিয়েছে।

অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মহম্মদ মুশাহিদ জানিয়েছেন যে রাজ্য সভায় দশজন প্রার্থী নির্বাচিত হয়েছেন এবং তাঁদের শংসাপত্র দেওয়া হয়েছে। হরদীপ সিং পুরীর পাশাপাশি সংসদের উচ্চ কক্ষে নির্বাচিত হয়েছেন বিজেপির নীরজ শেখর, অরুণ সিং, গীতা শাক্য, হরিদ্বার দুবে, ব্রিজলাল, বিএল বর্মা ও সীমা দ্বিবেদী। সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব এবং বিএসপির রামজি গৌতমও নির্বাচিত হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বিহার ভোটের আবহেই রাজ্যসভার আসনের নির্বাচন হবে বলে আগেই ঘোষণা করা হয়েছিল।
ভারতীয় সংসদের উচ্চকক্ষ নামে পরিচিত রাজ্যসভা। এই সভার সদস্য ২৪৫। দেশের রাষ্ট্রপতি শিল্প, সাহিত্য বিজ্ঞান ও সমাজসেবার ক্ষেত্র থেকে ১২ জন সদস্যকে রাজ্যসভায় নির্বাচিত করেন। এঁরা মনোনীত সদস্য নামে পরিচিত। বাকি সদস্যরা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভা কর্তৃক নির্বাচত হন। রাজ্যসভার সাংসদদের কার্যকালের মেয়াদ ছ’বছর এবং প্রতি দু’বছর অন্তর সদস্যদের এক–তৃতীয়াংশ অবসর নেন।

লাদাখে শীতকালীন সংঘাতের দিকে তাকিয়ে ফনা তুলছে বেজিং! চপার ড্রোন সহ কোন পদক্ষেপে লালফৌজ