মুম্বই: পদ্মাবতের পর এবার প্যাডম্যানে মজেছে সিনেমাপ্রেমীরা৷ ছবির বিষয়বস্তু থেকে অক্ষয়ের অভিনয় আর বালকি প্যাডম্যান প্রশংসা কুড়িয়েছে সমালোচকদেরও৷ আর এবার সেই ছবিই দেখতে চলেছেন নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই৷ তাই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে৷
পড়ুন: ফেসবুকে ফাঁস ‘প্যাডম্যান’
ছবির পরিচালক বালকি জানিয়েছেন, মালালা এই ছবিকে সমর্থন করায় আমরা সম্মানিত৷ মালালার মতো ব্যক্তিত্বের কন্ঠস্বরই প্যাডম্যানের এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করতে পারে৷ পিরিয়ডস্-কে আর পর্দার পিছনে নয়, এই সংক্রান্ত বার্তা সকলের মধ্যে পৌঁছে দিতে মালালার মতো ব্যক্তিত্বদের প্রয়োজন৷
পড়ুন: উষ্ণ ভিডিওতে পিছিয়ে নেই হেট স্টোরির আর এক অভিনেত্রী
তিনি আরও জানান, মালালাকে শীঘ্রই এই ছবি দেখানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ প্রসঙ্গত, বাস্তব জীবনের ভিত্তিতে তৈরি বালকির এই প্যাডম্যান ছবিটি৷ যার মুখ্য চরিত্র অরুণাচলম মুরুগনান্থনম৷ এই মুখ্য চরিত্রেই অভিনয় করেছেন অক্ষয় কুমার৷