নয়াদিল্লি: কয়েন নিয়ে ফের একবার বক্তব্য পেশ করল রিজার্ভ ব্যাংক৷ বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংক কোনও কয়েন নিতে অস্বীকার করতে পারে না৷ এর অন্যথা হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষপ নেওয়া হবে৷ তবে এও জানানো হয় যে, সবধরনের নোট বৈধ এবং ব্যাংককে যে কোনও মূল্যের মুদ্রা নিতে বলা হলেও বলা হলেও তা না নেওয়ার অভিযোগ উঠে আসছে বিভিন্ন সময়ে৷ অনেকক্ষেত্রেই ছোট-বড় ব্যবসায়ীরাও তা নিতে অস্বীকার করছে৷

পড়ুন: ব্যাংক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন মোদী

বৃহস্পতিবার আরবিআই ফের একবার সব শাখাগুলির উদ্দেশ্যে জানায়, সব মূল্যের কয়েন জমা নেওয়া হবে৷ ব্যাংকের বিভিন্ন শাখাকেও বিভিন্ন মূল্যের মুদ্রা জমা নেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ পাশাপাশি জনসাধারণের জন্য ব্যাংকের ভিতরে এবং বাইরেও নোটিস দিতে বলা হয়েছে৷ প্রসঙ্গত, এর আগে খুচরো নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয় তা কাটাতে আমজনতাকে এসএমএস পাঠানোর সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক। বিশেষত এক টাকা বা দশ টাকার বিভিন্ন কয়েন নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়, মূলত তা কাটাতেই রিজার্ভ ব্যাংক এই উদ্যোগ নেয়৷

পড়ুন: পিএনবি’র লক্ষ্মীলাভ শুরু হয়েছিল পাক শহর লাহোরে

আরবিআই-এর পাঠানো মেসেজ-এ বলা হয়েছে, যে কোনও আকার বা নকশার কয়েনই বৈধ। বিভিন্ন সময়ে সেগুলির উৎপাদন হয়েছে বলে আকার বা ডিজাইনে পার্থক্য রয়েছে। কিন্তু সেগুলি সবগুলিই বৈধ। সাধারণ মানুষ তাই নিশ্চিন্তে সেই সমস্ত কয়ে লেনদেনের সময়ে গ্রহণ করতে পারেন।

------------------------------------- ©Kolkata24x7 এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে -------------------------------------