প্রতীকী

মহিলা কষিয়ে থাপ্পড় মারছেন আর পুলিশকর্মী সেটা হজম করছেন৷ এমনই ফুটেজ ছড়িয়েছে৷ এর জেরে বিব্রত বিজেপি৷ আর বিরোধীরা বলছেন যোগী রাজ্যে সুশাসনের পাট চুকেছে৷

লখনউ: উত্তরপ্রদেশের আইন কানুন নিয়ে বিস্তর অভিযোগ উঠে আসছে৷ কখনও প্রকাশ্যে খুন তো কখনো গোষ্ঠী সংঘর্ষে বারবার পরিস্থিতি গরমছে৷ এবারের ইস্যু ভিন্ন৷ এক মহিলা বিজেপি নেত্রী কষিয়ে থাপ্পড় মারলেন পুলিশকর্মীকে৷ এর জেরে ফের বিতর্কে রাজ্য সরকার৷

ঘটনা বেরিলির৷ গত ১৩ ফেব্রুয়ারি রাতের একটি সিসিটিভি ফুটেজ থেকে দেখা গিয়েছে জেলা বিজেপি মহিলা নেত্রী জ্যোতি মিশ্রের রণচণ্ডী রূপ৷ সঙ্গে থাকা সাগরেদরাও কম যায়নি৷ সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে ওই পুলিশ কনস্টেবলকে মারধর করেছে৷  আক্রান্ত পুলিশকর্মীর নাম বিপিন চৌহান৷

বেরিলির একটি মোড়ে পাহারা দিচ্ছিলেন কনস্টেবল বিপিন৷ এমন সময় সেখানে আসেন বিজেপি নেত্রী জ্যোতি ও তার সাগরেদরা৷ কিছু একটা বিষয়ে কনস্টেবলের সঙ্গে নেত্রীর বচসা হয়৷ তারপরেই শুরু হয় হামলা৷ নেত্রী কষিয়ে থাপ্পড় মারেন কনস্টেবলকে৷ আর বাকিরা শুরু করে মারধর৷

অভিযোগ, বিজেপি নেত্রীর ‘গায়ে হাত’ দিয়েছেন কনস্টেবল বিপিন চৌহান৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে পুলিশ৷ শুরু হয়েছে তদন্ত৷ বিজেপি নেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷

- Advertisement -