পাটনা: ধর্মশালায় একটি বিস্ফারণে আতঙ্ক ছড়াল বিহারের৷ আরা জেলার হরকেন কুমার জৈন ধর্মশালায় বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম এক ব্যক্তি৷ আহতকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্র ভরতি করা হয়েছে৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সাতসকালে বিস্ফারণের ঘটনায় হয়েছে তীব্র আতঙ্ক তৈরি হয়৷ এদিন সকালে ধর্মশালার একটি ঘরে বিস্ফোরণ শব্দ পান স্থানীয়রা৷ ওই ঘরে পাঁচ জন ছিলেন বলেও জানা যাচ্ছে। তাঁদের মধ্যেই একজনকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

তাঁরা ঠিক কী কারণে ওখানে ছিলেন তা এখনও পরিস্কার নয়। ওই ঘর থেকে পুলিশ একটি আধার কার্ড ও একটি পিস্তলসহ বেশকিছু অস্ত্র উদ্ধার করেছে। এর পিছনে কোনও নাশকতার ছক রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।

- Advertisement -