পুণে: বাবা দেশের ক্রীড়ামহলে শুধু পরিচিত নামই নন, একজন কিংবদন্তিও৷ আর দিদি বলিউডের ‘হার্টথ্রব’৷ তাঁর খ্যাতি আরব সাগরের সীমানা ছাড়িয়ে পৌঁছে গিয়েছে প্রশান্ত মহাসাগরের পাড়ে৷ এরকম এক পরিবারের পদবি নিয়ে উচ্ছ্বাস এবং গর্ব করার পাশাপাশি রয়েছে হীনমন্যতাও৷

ঠিক যেমনটা ঘটেছে দীপিকা পাড়ুকোনের বোন তথা কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের ছোট মেয়ে অনিশা পাড়ুকোনের ক্ষেত্রে৷ব্যাটমিন্টন ও অভিনয়ের পরিবেশে বড় হওয়া অনিশা ১২ বছর বয়সে বাবার সঙ্গে ক্লাবে গিয়ে গলফের প্রেমে পড়েন৷ সেখান থেকেই ব্যাডমিন্টনকে বাদ দিয়ে গলফ স্টিক হাতে তুলে নেওয়া৷ অপেশাদার গলফার হিসেবে ভারতে ১০ নম্বর ব়্যাকিংয়ে উঠে এসেছিলেন অনিশা৷ দেশের হয়ে গল্ফ প্রতিযোগিতায় অংশও নিয়েছেন৷

আরও পড়ুন: ‘নতুন ভারত’ গড়ার কাজে বন্ধুকে পাশে পেলেন সচিন

বাবা ও দিদির সাফল্যের ধারেকাছে পৌঁছতে না-পারায় হীনমন্যতায় ভুগতে থাকা পাড়ুকোন কন্যা জানান ‘বিখ্যাত পদবি হওয়া ভালো এবং খারাপও৷ নামের শেষে ‘পাড়ুকোন’ শব্দটা বাড়তি চ্যালেঞ্জ৷ কারণ পরিবারে একজন নয়, দু’জন সফল ব্যক্তি রয়েছেন৷ এখানে আপনার কিছুই করার নেই, আপনাকে এই চাপটুকু নিতে হবে৷ তবে হ্যাঁ, আমি অবশ্যই আমার পরিবারকে নিয়ে গর্বিত৷’

প্ররিশ্রম করেও গলফ কেরিয়ারে আশানুরূপ সাফল্য না-পাওয়া অনিশা আক্ষেপের সুরেই জানান, ‘গল্ফার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে আমার কিছু লক্ষ্য ছিল৷ ২৩-২৪ বছরে এসে আমি বুঝতে পারি আমি সেই সব লক্ষ্যের কাছাকাছিও নেই৷ আমি খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম৷ আমি হীনমন্যতায় ভুগছিলাম৷’

আরও পড়ুন: বিশ্বরেকর্ড গড়ে ঘরে ফিরলেন ঝুলন

বাবা ও দিদির সাফল্য অনিশার উপর সবসময়ই বাড়তি চাপের কারণ ছিল৷ বিষয়টি আরও জটিল হয় ‘ছোট পাড়ুকোনের’ গল্ফার হিসাবে সাফল্য না-পাওয়াতে৷ তবে এই অবস্থা কাটিয়ে ওঠা অনিশা জানান, ‘ আমি পরে বুঝতে পারি কেন গলফ খেলতে চাইতাম৷ কারণ ওই শটগুলো আমাকে আনন্দ দিত৷ আমি খেলাটাকে উপভোগ করতাম৷ কিন্তু মাঝের কিছু সময় আমি নিজের উপর চাপ নিয়ে খেলাটাকে নষ্ট করেছি৷ এখন আবার খেলাটা উপভোগ করতে চাই, ব্যস৷’

আরও পড়ুন: অবশেষে ভারতে খেলতে আসার সিদ্ধান্ত পাকিস্তানের

তবে অনিশা তাঁর খারাপ সময়ে পাশে পেয়েছেন দিদিকে দীপিকাকে৷ দিদির তৈরি ‘দ্য লাইভ লাভ লাফ ফাউন্ডেশন’ মানসিক চিকিৎসা ও ডিপ্রেশানের উপর কাজ করা সংগঠনটি অনিশার পাশে দাঁড়ায়৷ তাঁকে গলফ খেলা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়৷ এর পরই আবার গলফ কোর্সে ফেরেন অনিশা৷

- Advertisement -