প্রকাশ্যে দেওয়ালে প্রস্রাব বিজেপি মন্ত্রীর! এরপর যা হল সোশ্যাল মিডিয়ায়

  • Posted By:
Subscribe to Oneindia News

রাস্তায় গাড়ি থামিয়ে দেওয়ালের দিকে মুখ করে প্রস্রাব মন্ত্রীর। এই কীর্তি আবার একজন স্বাস্থ্যমন্ত্রীর! বিজেপি শাসিত রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী কালীচরণ শারাফের এহেন কীর্তির ঘটনাস্থল পিঙ্ক সিটি জয়পুর। আর এই কীর্তির ছবি ক্যামেরাবন্দি হওয়াতে আপাতত সেই ছবিই ভাইরাল ইন্টারনেটে।

প্রকাশ্যে দেওয়ালে প্রস্রাব বিজেপি মন্ত্রীর! এরপর যা হল সোশ্যাল মিডিয়ায়

বিজেপি শাসিত রাজস্থানে জয়পুর পুরসভা নরেন্দ্র মোদীর 'স্বচ্ছ ভারত অভিযান' কে কার্যকর করতে উদয় অস্ত এক করে ফেলছে। সেখানে এই শহরেই খোদ রাজ্যের মন্ত্রীর এই কাণ্ড বেশ অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে। নিয়ম অনুযায়ী , রাস্তায় কেউ প্রকাশ্যে কোনও জায়গায় শৌচকার্য করতে দেখা গেলে তাঁকে ২০০ টাকা জরিমানা হিসাবে দিতে হয়। কিন্তু মন্ত্রীর এই কাণ্ডের পর জয়পুর পুরসভা কী ব্যবস্থা নেয় এখন সেদিকে তাকিয়ে সকলে।

এদিকে, ঘটনার প্রেক্ষিতে মন্ত্রী কালীচরণের সঙ্গে কথা বলতে গেলে, তিনি প্রথমে কিছু মন্তব্য করতে রাজি হননি। পরে যদিও তাঁর দাবি ছিল, 'এটা কোনও বড় ঘটনা নয়' । শুধু রাজস্থানের বিজেপি মন্ত্রীই নন, এর আগে মহারাষ্ট্রের এক বিজেপি মন্ত্রীও একই ঘটনার জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হন।

এদিকে, গোটা ঘটনার জেরে কংগ্রেস এক চুল জমিও ছাড়েনি বিজেপি-র সমালোচনাতে। রাজস্থানে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট অর্চনা শর্মা জানিয়েছেন স্বচ্ছ ভারতে যখন এত টাকা খরচ করা হচ্ছে তখন এরকম এক কাণ্ড সত্যিই লজ্জাজনক।

English summary
Picture Of Rajasthan Minister Urinating On Walls in Jaipur Goes Viral

Oneindia - এর ব্রেকিং নিউজের জন্য
সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.