অরুণাচলপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এর পরে ত্রিপুরায় নির্বাচনী প্রচারে যাবেন প্রধানমন্ত্রী৷ তবে বৃহস্পতিবার অরুণাচলপ্রদেশে অন্যরকম মেজাজে ধরা পড়লেন মোদী৷ প্রচারের সময় তিনি পরলেন অরুণাচল প্রদেশের স্থানীয় পোশাকে৷ আবার মাথাতেও দেখা গিয়েছে স্থানীয় বোপিয়া টুপি৷
তবে এই প্রথমবার নয়৷ এর আগেও তিনি অন্যান্য দেশে গিয়েও সেখানের ট্রাডিশনাল পোশাক পরেছেন৷ অরুণাচল প্রদেশে প্রচারের সময় মোদী সেখানের স্থানীয় টুপি দুমলুক পরেন৷
নরেন্দ্র মোদী ২০১৪ সালের লোকসভা নির্বাচনের পরে এই ধরনের রণনীতি নিয়েছেন৷ স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তা আরও দৃঢ় করতেই মোদীর এই প্রয়াস বলে একাংশের মত৷
কর্ণাটক হোক বা পঞ্জাব, সেখানের পোশাকেই জনমানসে এসেছেন তিনি৷ তবে শুধু নির্বাচনী প্রচার ময়দানেই নয়, ২৬ জানুয়ারি থেকে ১৫ অগস্ট, পাগড়ি হোক বা টুপি তাঁকে বারবার দেখা গিয়েছে ভিন্ন পোশাকে৷ পঞ্জাবেই যেমন তিনি পরেছিলেন দস্তার৷
টুপির প্রসঙ্গে থাকলে উঠে আসে আরও নানা ছবি৷ লাদাখি পোশাকের সঙ্গে লাদাখি টুপিতেও দেখা দিয়েছেন তিনি৷
বিদেশের দিকে চোখ রাখলে দেখা যায়, মায়ানমারে গিয়েও হেড ব়্যাপ পরেন তিনি৷
নাগাল্যান্ডে তাঁকে হর্ণবিল উৎসবে ট্র্যাডিশনাল নাগা ওয়ারিয়র টুপি দেখা গিয়েছিল৷
আবার মণিপুরে তিনি পরেছিলেন সাদা-সোনালিতে কোয়েত৷ সেখানেই আবার ময়ূরের পেখমে যুক্ত টুপিও পরেছেন তিনি যা সাধারণত ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্যে অংশগ্রহণ করলে নৃত্যশিল্পীরা পরে থাকেন৷ তবে মোদী এটি নির্বাচনী প্রচারের সময় ইম্ফলে পরেছিলেন৷
হিমাচল প্রদেশে তিনি দেখা দিয়েছিলেন সেখানের ঐতিহ্যবাহী মেরুণ পাহারি টুপিতে৷
অসম গিয়ে তিনি মাথায় নিয়েছিলেন সেখানের ট্র্যাডিশনাল টুপি জাপি, যা তৈরি হয় বাঁশ দিয়ে৷