সরকারকে ভুল বুঝবেন না! কী ভুল, কেন ভুল বেলপাহাড়ির সভায় আর কী বললেন মমতা

  • Posted By: Dibyendu
Subscribe to Oneindia News

এই সরকার যতদিন থাকবে সমস্যা হবে না। এই সরকারকে ভুল বুঝবেন না। বেলপাহাড়ির সভা থেকে এমনটাই আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সরকারকে ভুল বুঝবেন না! কী ভুল, কেন ভুল বেলপাহাড়ির সভায় আর কী বললেন মমতা

পঞ্চায়েত নির্বাচনের আগে সরকারি কাজের অগ্রগতি দেখতে জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি সভা করেন পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়িতে। সেখানে মুখ্যমন্ত্রী তাঁর সরকারের কাজের খতিয়ান দেন। তিনি বলেন, জঙ্গলমহলে ফুটবলারদের জন্য এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক হয়েছে। গয়ে তোলা হয়েছে ৫ টি আইটিআই। গরিবি দূর করাই তাঁদের কাজ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সরকারকে ভুল বুঝবেন না! কী ভুল, কেন ভুল বেলপাহাড়ির সভায় আর কী বললেন মমতা

জঙ্গলমহলে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকারের আমলে বঞ্চিত ছিল জঙ্গলমহল। কেউ তাকাত না জঙ্গলমহলের দিকে। সেখানে স্কুল, কলেজ, রাস্তা সবই হয়েছে বলে উপস্থিত দর্শকদের মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। ৩ তিনটি সুপার স্পেশালিটি হাসপাতাল জঙ্গলমহলে হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার যতদিন থাকবে, ততদিন কোনও সমস্যা হবে না। তাঁর স্লোগান, মর্যাদার সরকার, মা-মাটি-মানুষের সরকার।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সিপিএম এবং কংগ্রেসকে ভোট না দিতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেন, ভুল বুঝবেন না। তবে কী ভুল, কেন ভুল, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি মুখ্যমন্ত্রী।

English summary
CM Mamata Banerjee appeals not to vote for CPM and Congress in Panchayat Election

Oneindia - এর ব্রেকিং নিউজের জন্য
সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.