মুম্বই: তবে শুধু ব্যাংকের সঙ্গেই প্রতারণা নয় প্রিয়াঙ্কা চোপড়ার পাওনা মেটাননি নীবর মোদী ৷ নীরব মোদীর লাক্সারি ডায়মন্ডের জন্য গ্লোবাল অ্যাম্বাসাডার হিসেবে প্রচার করলেও তার প্রাপ্য পাওনা মেটান হয়নি এই অভিযোগে তিনি আদালতেও গিয়েছেন৷
এদিকে প্রিয়াঙ্কা চোপড়া ইতিমধ্যেই নীবর মোদীর সংযোগ ত্যাগ করেছেন৷ প্রিয়াঙ্কা নীরব মোদীর অংলকারের জন্য বেশ কয়েক বার বিজ্ঞাপনের প্রচারে শুট করেছিলেন যার মধ্যে একটায় সঙ্গী ছিলেন বলিউট অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা৷ বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রাও যিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার তিনিও খতিয়ে দেখছেন আইনি পদক্ষেপ কি করা যায়৷
সম্প্রতি জানাজানি হয়েছে গুটিকয়েক গ্রাহককে সুবিধা করে দিয়ে ১১, ৪০০ কোটি টাকার জালিয়াতি হয়েছে পাঞ্জাব ন্যাশানাল ব্যাংক থেকে৷ আর এই জালিয়াতির ঘটনায় নাম জড়িয়েছে বিশিষ্ট অলংকার ব্যবসায়ী নীরব মোদীর৷