স্টাফ রিপোর্টার, কলকাতা: ভারতী কাণ্ডে নয়া মোড়৷ এবার প্রাক্তন এই আইপিএসের বিরুদ্ধে সিবিআই তদন্তে চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে৷ বৃহস্পতিবার এই মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার৷
ভারতী ঘোষের খোঁজে এখন কার্যত গোটা ভারত চষে ফেলছে সিআইডির গোয়েন্দারা৷ আর এই পরিস্থিতিতে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা ঘিরে নতুন করে জল্পনা তৈরি হতে শুরু করেছে৷ প্রশ্ন উঠছে, কেন এমন একটি মামলা দায়ের হল?
আরও পড়ুন: ভারতী, আপনার দৌলতেই পেয়েছিলাম পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা’র ‘স্বাদ’টা!
যদিও এদিন কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া মামলায় জানানো হয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানায় যে অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু হয়েছে, সেই অভিযোগে একের পর পুলিশ আধিকারিকের নাম জড়িয়ে যাচ্ছে৷ তাই এ রাজ্যের সিআইডি কীভাবে একই রাজ্যের পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করবে, সেই প্রশ্নই তোলা হয়েছে মামলার আবেদনে৷ ওই আবেদনে মামলাকারী তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন৷ সেই কারণেই তিনি মনে করছেন, এই ঘটনায় সিবিআই তদন্ত জরুরি৷
আরও পড়ুন: হাইকোর্টের রায়ে গ্রেফতারির ভয় কাটল ভারতী ঘোষের স্বামীর
প্রসঙ্গত, এর আগে অন্য একটি মামলায় ভারতী ঘোষ সিবিআই তদন্ত চেয়ে আবেদন করেছিলেন৷ গত সোমবার সেই আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়৷ তার ঠিক দু’দিন পর আবার জনস্বার্থ মামলা দায়ের হল৷ ফলে এই ঘটনায় ভারতী ঘোষের যোগ থাকতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহল৷ তাদের ব্যাখ্যা, ভারতী ঘোষ নিজে সিবিআই তদন্তের আবেদন করলে, তা আদালত খারিজ করে দিতে পারত৷ কারণ, তিনি অভিযুক্ত৷ কিন্তু অন্য কেউ জনস্বার্থ মামলা করলে, তার গ্রহণযোগ্যতা আদালতের কাছে অন্যরকম হয়৷ তাছাড়া যে যুক্তি দেখানো হয়েছে, তাও বেশ পাকাপক্ত বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
আরও পড়ুন: প্রাক্তন বিধায়ক খুনে এখনই মুকুলকে গ্রেফতার করা যাবে না: হাইকোর্ট
তবে এই মামলার শুনানি কবে হবে, তা নিয়ে নিশ্চিত নন আইনজীবীরা৷ কারণ, এর মধ্যে কলকাতা হাই কোর্টে বিচারপতির সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে৷ চারশোর বেশি জনস্বার্থ মামলা ঝুলে রয়েছে৷ এই আবেদনে নতুন একটি মামলা যুক্ত হল৷ তাই এই মামলার শুনানি কবে হবে, তা নিয়েই চিন্তিত আইনজীবীরা৷
আরও পড়ুন: চিড়িয়াখানায় জন্ম নিল বিপন্ন প্রজাতির তিন প্রাণী