স্টাফ রিপোর্টার, রামপুরহাট: ট্রাক্টরের সঙ্গে মালগাড়ির ধাক্কা৷ বীরভূমের বাঁশলই ও রাজগ্রামের মাঝে মাকুয়া রেল গেটে ট্র্যাক্টকে ধাক্কা মালগাড়ি৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ট্রাক্টরটি বালি বোঝাই করে মাকুয়া রেল গেটে পার হচ্ছিল৷ সেই সময় দ্রুত গতিতে আসা মাল গাড়িটি সজোরে ধাক্কা মারে৷
ট্রেনের ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যায় বালি বোঝাই ট্রাক্টরটি৷ এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি৷ তবে, এদিনের এই দুর্ঘটনায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে জানা গিয়েছে৷ মুরারই, রাজগ্রাম ও পাকুড় ষ্টেশনে দাঁড়িয়ে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন৷ চূড়ান্ত সমস্যায় পড়েছেন যাত্রীরা৷
- Advertisement -