জয়পুর: প্রকাশ্যে শৌচকর্মের বিরুদ্ধে মোদী সরকার অভিযান চালালেও দলের মন্ত্রীরা কি তাতে যথেষ্ট গুরুত্ব দেন? এই প্রশ্নটা ফের উঠতে শুরু করেছে বৃহস্পতিবার একটি ছবি ভাইরাল হওয়ার পর৷ প্রকাশ্য রাস্তায় দেওয়ালের দিকে মুখ করে প্রাকৃতিক কর্ম সারছেন স্যুট বুট পড়া এক ব্যক্তি৷ তিনি রাজস্থান সরকারের স্বাস্থ্যমন্ত্রী কালিচরণ সরফ৷ ছবিটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে উঠেছেন কালিচরণ সরফ৷ বিরোধী দল কংগ্রেস স্বাস্থ্যমন্ত্রীর এই আচরণের জন্য ক্ষমা চাওয়ার দাবি তুলেছে৷

একদিকে কেন্দ্রের মোদী সরকার প্রকাশ্যে প্রাকৃতিক কর্ম বন্ধের বিরুদ্ধে স্বচ্ছ ভারত অভিযান চালাচ্ছে৷ অন্যদিকে বিজেপি দলের এক মন্ত্রী প্রকাশ্যে প্রস্রাব করে কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযানকেই প্রশ্নের মুখে ফেলে দিল বলে মন্তব্য করেছে কংগ্রেস৷ দলের এক নেতা জানিয়েছেন, সরকার স্বচ্ছ ভারত অভিযান চালাচ্ছে৷ আর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে প্রকাশ্যে প্রস্রাব করতে দেখা গিয়েছে৷ সরকারের লজ্জা হওয়া উচিত এবং এই কাজের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত৷ যদিও যার কর্ম নিয়ে এত কথা উঠছে সেই স্বাস্থ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, ‘‘এটা কোন বড় বিষয় নয়৷’’

গোলাপি শহরকে স্বচ্ছ রাখতে সচেষ্ট জয়পুর পৌরনিগম৷ সেখানে প্রকাশ্যে প্রাকৃতিক কর্ম করার জন্য ২০০ টাকা জরিমানা ধার্য করেছে পৌরনিগম৷ কিন্তু সরকারের মন্ত্রীরাই যদি এই ধরনের কাজ করে তাহলে সমাজে ভুল বার্তা ছড়াবে না? প্রশ্ন তুলেছে কংগ্রেস৷ রাজস্থান প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি অর্চনা শর্মা জানিয়েছেন, নেতাদের এই ধরনের কাজের ফলে সমাজে ভুল বার্তা ছড়াচ্ছে৷ যদিও এর আগেও এমন কাজ করেছেন সরফ৷ জানালের অর্চনা শর্মা৷ বলেন, ঢোলপুরে উপনির্বাচনের সময় প্রকাশ্যে প্রস্রাব করেছিলেন সরফ৷

প্রকাশ্যে প্রস্রাব করে এর আগেও খবরের শিরোনামে উঠে এসেছিল বিজেপি নেতারা৷ মোদী সরকারের কৃষিমন্ত্রী রাধামোহন সিংও দেওয়ালের ধারে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন৷ তাকে পাহাড়া দিচ্ছিলেন নিরাপত্তা রক্ষীরা৷ তখন মন্ত্রী সাফাই দিয়েছিলেন, রাস্তায় কোথাও শৌচালয় খুঁজে না পেয়ে বাধ্য হয়ে এই কাজটি করেছিলেন৷

- Advertisement -