শ্রীনগর: ফের গুলির শব্দে ঘুম ভাঙল উপত্যকার বাসিন্দাদের৷ টানা ৩১ ঘণ্টার জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের পর ফের ভারতের বুকে সন্ত্রাসের দাঁত ফোটানোর চেষ্টা পাকিস্তানের৷ পাক সীমান্ত পেরে জঙ্গিদের ভারতে ঢোকার চেষ্টা বানচাল করল ভারতীয় সেনা৷
আজ বৃহস্পতিবার সকালে পুঞ্চের মডার্দ সেক্টরে পাক জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করে৷ মুহূর্তেই প্রতিরোধ গড়ে তোলেন ভারতীয় জওয়ানরা৷ সেনার প্রতিরোধ ভাঙতে পাক সীমান্তের ওপার থেকে নির্বিচারে চালানো হয় গুলি৷ পাকিস্তানের গুলির জবারও দিতে শুরু করে ভারত৷ জঙ্গিদের লুকিয়ে থাকার আশঙ্কায় পুঞ্চ এলাকায় শুরু হয়েছে সেনা তল্লাশি৷ এখনও চলছে সার্চ অপারেশন৷
- Advertisement -