কলকাতা: প্রশাসনিক দফতরগুলির স্থান সঙ্কুলানের অভাবে নবান্ন-এর পর শুভান্ন তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তাতেও সবকটি দফতরকে তিনি ঠিকমতো জায়গা দিতে পারছেন না৷ তাই আরও তিনটি বিল্ডিং তৈরি করতে চলেছে তাঁর সরকার৷

নবান্ন সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডের গা ঘেঁষে ওই বাড়িগুলি তৈরি হবে। ইতিমধ্যেই বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরির কাজ চলছে।

পূর্ত দফতরের এক কর্তা জানিয়েছেন, আপাতত একটি বিল্ডিং ‘নবান্ন টু’ নামে তৈরি হবে৷ সেটি ১০ তলা বিশিষ্ট হবে৷ দ্বিতীয় বাড়ি হবে তিনতলা। সেখানে থাকবেন মুখ্যমন্ত্রীর সচিবালয়ের অফিসাররা। মুখ্যমন্ত্রীর অভিযোগ জানানোর সেল। সেই ভবনে অফিসারদের থাকার ব্যবস্থা থাকবে৷ সেইসঙ্গে বৃত্তির জন্য ছাত্রছাত্রীদের ফর্ম জমা নেওয়া হবে। এখন যেটা আছে, নবান্নের একতলায় আট নম্বর ঘরে। আর তৃতীয় বাড়ি হবে ডগ স্কোয়াড রাখার জায়গা, অফিসারদের গেস্ট রুম এবং পুরনো ফাইল থাকবে সেখানে৷

খুব শীঘ্রই তিনটে ভবন নির্মাণের জন্য টেন্ডার ডাকা হবে৷ আগামী দু’বছরের মধ্যে ‘নবান্ন টু’ অর্থাৎ যে বাড়িতে  মুখ্যমন্ত্রীর সচিবালয়ের অফিসাররা বসবেন সেটা তৈরি করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে৷

- Advertisement -