স্টাফ রিপোর্টার, ইংরেজবাজার: লক্ষ্য পঞ্চায়েত৷ নির্বাচনের আগে সংগঠনের হাঁড়ির খবর নিতে জেলা সফরে গুরুত্ব বাড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলের হাঁড়ির খবর নেওয়ার পাশাপাশি, প্রশাসনিক স্তরেও কাজের খোঁজখবর নিতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জেলার প্রশাসনিক স্তরের কাজ খতিয়ে দেখতে আগামী সোমবার পাঁচ দিনের গৌড়বঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷
জানা গিয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনের গৌড়বঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তাঁর দীর্ঘসফর রাজনৈতিক ও প্রশাসনিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই ওয়াকিবহাল মহল মনে করছে।
তৃণমূল কংগ্রেস ও রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাঁচদিনের সফরে তিনি মালদহ,উত্তর ও দক্ষিণ দিনাজপুরে প্রশাসনিক সভা, উপভোক্তাদের বিভিন্ন পরিষেবা প্রদান ও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। পাশাপাশি, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক বার্তাও তিনি দেবেন বলে রাজনৈতিক মহল মনে করছে।