অভূতপূর্ব ঘটনা, সদ্যোজাতকে স্তন্যপান করালেন ট্রান্সজেন্ডার মা, বিশ্ব জুড়ে হইচই

  • Posted By:
Subscribe to Oneindia News

প্রকৃতির স্বাভাবিক ছন্দে যেভাবে আর চার পাঁচটা শিশু দুগ্ধ পান করে , ঠিক সেভাবেই এক ৩০ বছরের ট্রান্সজেন্ডার মহিলা স্তন্যপান করালেন তাঁর সদ্যোজাত শিশুকে। আশ্চর্যজনকভাবে এই ট্রান্সজেন্ডার ওই শিশুর জন্ম দেননি, তা সত্ত্বেও স্তন্যপান করাতে সমর্থ হন তিনি। এই আশ্চর্য ঘটনা কানাডার।

অভূতপূর্ব ঘটনা, সদ্যোজাতকে স্তন্যপান করালেন ট্রান্সজেন্ডার মা, বিশ্ব জুড়ে হৈচৈ

এক সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ী , স্তনবৃদ্ধির কোনও রকমের অস্ত্রোপচার করানো হয়নি ট্রান্সজেন্ডার মহিলার দেহে। এমন কি ভ্যাজাইনোপ্লাস্টিও করানো হয়নি ওই মহিলার দেহে। শিশুকে দুগ্ধ পান করানো নিয়ে যখন ওই মহিলা ও তাঁর সঙ্গীর মধ্য়ে আলোচনা শুরু হয়, তখন শিশু জন্মের আগে কানাডার এক চিকিৎসালয় থেকে হর্মোন প্রতিস্থাপন থেরাপির পরামর্শ দেওয়া হয় ও ট্রান্সজেন্ডার ও তাঁর সঙ্গীকে। এই ঘটনাটি ঘটে শিশুর জন্মের ৩ মাস আগে। এরপর শিশু জন্মের পর থেকে ৬ সপ্তাহ ধরে শিশুকে স্বাভাবিক শারীরিক ছন্দে মাতৃদুগ্ধ পান করাচ্ছেন ওই ট্রান্সজেন্ডার। আগামী ৬ মাস এভাবে তিনি দুগ্ধ পান করাতে পারবেন বলে দাবি চিকিৎসকদের।

চিকিৎসকদের দাবি এই ঘটনা রীতিমত তাক লাগাচ্ছে চিকিৎসাশাস্ত্রে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে অনেক ট্রান্সজেন্ডারর পরিবারেই যে খুশির আমেজ তাঁরা এনে দিতে পেরেছেন তাতেই খুশি সকলে। আর কানাডার চিকিৎসালয় মাউন্ট সেন্টার ফর ট্রান্সজেন্ডার মেডিসিন অ্যান্ড সার্জারির চিকিৎসকদের দাবি তাঁদের পেশেন্টই প্রথম , যিনি ট্রান্সজেন্ডার হওয়া সত্ত্বেও মাতৃদুগ্ধ পান কারতে পেরেছেন তাঁর শিশুকে।

English summary
name:world's first transgender woman able to breastfeed her baby.

Oneindia - এর ব্রেকিং নিউজের জন্য
সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.