বাড়তে চলেছে তাজমহলের প্রবেশ মূল্য। বর্তমানে ৪০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫০ টাকা। তবে মূল সমাধি ক্ষেত্রে প্রবেশের জন্য মূল্য দিতে হবে আরও অনেক বেশি। গুণকে হবে মাথা পিছু ২০০ টাকা।

সম্ভবত এপ্রিল থেকে তাজমহলের প্রবেশ মূল্যের এই বৃদ্ধি কার্য়কর হতে যাচ্ছে। তবে শুধুমাত্র দেশের পর্যটকদের ক্ষেত্রেই প্রবেশ মূল্যের এই বৃদ্ধি কার্যকর হবে। জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা।
প্রবেশ মূল্য ছাড়া ২০০ টাকার বিশেষ এই টিকিটের বন্দোবস্ত করা হয়েছে সমাধি ক্ষেত্রের রক্ষণাবেক্ষণের জন্যই। আগ্রহী পর্যটকদের জন্যই এই বন্দোবস্ত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
প্রবেশ মূল্যের এই বৃদ্ধির সমালোচনাও করছেন অনেকে। তাঁরা বলছেন কার্যত ৪০ টাকার টিকিট হয়ে গেল ৩০০ টাকা। কেননা ৪০ টাকার প্রবেশ মূল্য হয়েছে ৫০ টাকা। যা কেবলমাত্র ৩ ঘণ্টার জন্য। তার বেশি থাকতে চাইলে আরও ৫০ টাকা দিতে হবে। এছাড়াও ২০০ টাকা লাগবে সমাধি ক্ষেত্রের জন্য।
তবে দেশীয় পর্যটকদের জন্য 'হাই ভ্যালু টিকিট'ও থাকছে। যার মূল্য ৪০০ টাকা। বিদেশি পর্যটকদের জন্য যা হবে ১২৫০ টাকা। তাঁদের জন্য এয়ারপোর্ট থেকে আলাদা করিডোর দিয়ে তাজে পৌঁছনোর বন্দোবস্তও থাকছে। বিশেষ টিকিটধারীদের জন্য আলাদা লাইন, আলাদা চেকিং এবং আলাদা বাথরুম-সহ বেশ কিছু সুবিধা দেওয়া হবে।

এই মুহূর্তে রাতে তাজমহল পরিদর্শনের জন্য ৪০০ টিকিট বিক্রি করা হয়। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে মেহতাব বাগ বিকেলের পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মার যুক্তি, হাজার বছর তাজমহলকে বাঁচিয়ে রাখতে এই ধরনের ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই। তিনি জানিয়েছেন, কী ভাবে তাজমহলকে বাঁচানো যায় তার জন্য গবেষণা সংস্থা নিরি-র ওপর ভার দেওয়া হয়েছিল মন্ত্রকের তরফে। নিরি জানিয়েছে, বেশি দামের টিকিট চালু করলে অনেকেই সেখানে যাবেন না। ফলে দর্শকের চাপ কিছুটা কমতে পারে।