প্রিয়া প্রকাশের প্রসঙ্গ টেনে রাজনৈতিক তোপ জিগনেশের, নিশানায় আরএসএস

  • Posted By:
Subscribe to Oneindia News

ভ্যালেন্টাইন্স সপ্তাহে যেভাবে প্রিয়া প্রকাশের চোখের চাউনি ভাইরাল হয়ে চলেছে ,তাতে তাঁর প্রেমে হাবুডুব খাওয়া থেকে কোনও পুরুষকে আর রোখা যাচ্ছে না! ইন্টারনেটে ঝড় তুলে প্রিয়া এই মুহুর্তে সোশ্যাল মি়ডিয়া মেগাস্টার। তাঁকে ঘিরে যেমন পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে, তেমনই আরা রাজনৈতিক আঙিনাতেও প্রিয়ার প্রসঙ্গ চলে আসছে। প্রিয়ার চোখের চাউনির প্রসঙ্গ টেনে এবার রাজনৈতিক তোপ দাগলেন গুজরাতের দলিত বিধায়ক জিগনেশ মেভানি।

প্রিয়া প্রকাশের প্রসঙ্গ টেনে রাজনৈতিক তোপ জিগনেশের, নিশানায় আরএসএস

[আরও পড়ুন:লাইমলাইটে এসেই বিতর্কে! প্রিয়া প্রকাশের বিরুদ্ধে থানায় দায়ের অভিযোগ, কিন্তু কেন]

প্রিয়া প্রকাশ ভারিয়ার হলেন এই মুহুর্তের 'উইঙ্ক গার্ল', যার চোখেই মজে রয়েছেন যুবকরা! তাঁর চাউনির প্রসঙ্গ তুলে এবার সরাসরি আরএসএস কে ভ্যালেন্টাইন্স ডে -র প্রেক্ষাপটে আক্রমণ শানালেন জিগনেশ মেভানি। গুজরাতের দলিত নেতা তথা দুজরাতের বিধায়ক জিগনেশের দাবি, প্রিয়ার চোখ মারার এই ভাইরাল ভিডিও, আরএসএস-এর ভ্যালেন্টাইন্স ডে-র বিরোধিতার প্রেক্ষিতে যাথার্থ উত্তর। প্রসঙ্গত, প্রতিবছর ভ্যালেন্টাইন্স ডে-র বিরোধিতায় সোচ্চার হয় এই কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ম সেবক সংঘ বা এরআসএস।

আর কট্টর হিন্দুত্ববাদেীদের এই সংগঠনের ভ্যালেন্টাইন্স ডে-র বিরোধিতার রাস্তায় প্রিয়ার এই ভাইরাল ভিডিও বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মত জিগনেশের। প্রসঙ্গত, আরএস এসের মতো বাকি হিন্দুত্ববাদী সংগঠন , যেমন - শ্রী রামসেনা, ভারত সেনা, বজরং দলের সদস্যরা প্রতিবারই ভ্য়ালেন্টাইন্স ডের উদযাপনের বিরোধিতা করে বহু জায়গাতেই বিক্ষোভ প্রদর্শ করে থাকেন। জাগনেশের দাবি প্রেম দিবসে সেই বিক্ষোভের প্রতিবাদ হিসাবে উঠে আসছে প্রিয়ার ভিডিও, এমনই বিশ্লেষণ উঠে আসছে রাজনৈতিকমহল থেকে।

[আরও পড়ুন:'দিল কী আঁখিও সে গোলি মারে'. প্রিয়ার দ্বিতীয় ভাইরাল ভিডিও , দেখে নিন]

English summary
Priya Varrier's wink going viral is an answer to RSS's protest on Valentine's Day says Jignesh Mevani .

Oneindia - এর ব্রেকিং নিউজের জন্য
সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.