কাশ্মীরে সীমান্তপার সন্ত্রাস বজায় রেখেছে পাকিস্তান। জঈশ-ই-মহম্মদ বা লস্কর ই তৈবার মতো জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্য করে সরকারি আতিথেয়তায় সেদেশে রেখে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস জারি রেখেছে পাকিস্তান। সেই ঘটনায় ভারতের পাশে দাঁড়িয়ে ফের একবার পাকিস্তানের মুখোশ খুলে দিল মার্কিন যুক্তরাষ্ট্র।

কাশ্মীরে যেকোনও রকমের হামলায় পাকিস্তান সবসময় নিজেদের দায় অস্বীকার করলেও আমেরিকার গোয়েন্দা প্রধান ড্যান কোট এদিন সতর্ক করে জানিয়েছেন, পাকিস্তান সমর্থিত জঙ্গিরা ভারতে বারবার হামলা চালাবে। যা সীমান্ত এলাকায় আগামিদিনে চরম উত্তেজনা তৈরি করবে।
শনিবার জম্মু সেনা ক্যাম্পে হামলা চালায় পাকিস্তানি জঙ্গি সংগঠন জঈশ-ই-মহম্মদ। তারপরে শ্রীনগরেও পাকিস্তানি জঙ্গিরা হামলা চালিয়েছে। এর প্রেক্ষিতেই মার্কিন গোয়েন্দা প্রধানের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
শুধু ভারতে সতর্ক করাই নয়, নিজের দেশ আমেরিকাকেও সতর্ক করে তিনি বলেছেন, পাকিস্তান আমেরিকাকে অন্ধকারে রেখে নতুন পরমাণু অস্ত্রের সম্ভাবনা তৈরি করছে। জঙ্গিদের সঙ্গে সমানে যোগাযোগ রেখে চলেছে। চিনকে পাশে রেখে এসব করছে পাকিস্তান।
ড্যান কোট বলেছেন, পাকিস্তান সেদেশের মাটিকে জঙ্গিদের স্বর্গরাজ্য বানিয়ে রেখেছে। এই জঙ্গিরাই আফগানিস্তান ও ভারতে হামলা করে চলেছে। ভারতে আর একটি বড় জঙ্গি হামলা হলেই ফের এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে বড় বিবাদ বাঁধবে বলে প্রমাদ গুনেছেন তিনি।