স্টাফ রিপোর্টার, উত্তরপাড়া: রহস্যজনকভাবে প্যারিসে মৃত্যু হল এক বাঙালি বিজ্ঞানীর। পুলিশ জানিয়েছে, মৃত বিজ্ঞানীর নাম স্নিগ্ধদীপ দে (৪০)। বন্ধ দরজা ভেঙে পুলিশ বিজ্ঞানীর দেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃত বিজ্ঞানীর বাড়ি উত্তরপাড়ার ভদ্রকালী এলাকায়। চার বছর ধরে তিনি প্যারিসে ছিলেন।
পরিবার সূত্রের খবর: রোজই স্কাইপে বা মোবাইলে পরিবারের সঙ্গে কথা বলতেন তিনি৷ শনিবার শেষ পরিবারের সঙ্গে তাঁর কথা হয়। মৃত বিজ্ঞানীর দেহ উদ্ধারের পর ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে প্যারিস পুলিশ৷ দেহ দেশে ফিরিয়ে আনার জন্য যোগাযোগ করা হয়েছে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও৷
স্নিগ্ধদীপবাবুর বাড়ি উত্তরপাড়ার বাচসমতি সরনি ঘড়িবাড়ি মাঠে।
প্যারিসে একটি সংস্থার হয়ে বায়োলজি নিয়ে গবেষণা করতেন। জানা গিয়েছে, বছরর দেড়েক আগে তাঁর বিয়ে হয় চুঁচুড়ার পায়েলের সঙ্গে। অন্তঃসত্ত্বা হওয়ার পর দেশে ফিরে এসেছিলেন পায়েল। জানুয়ারি মাসে তাঁদের সন্তানের জন্ম হয়। সেসময়ই শেষবার বাড়িতে এসেছিলেন। পরিবারের তরফে মৃত্যুর তদন্তের দাবি উঠেছে৷