স্টাফ রিপোর্টার, বারাকপুর: রাজ্য সরকার পরিচালিত উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে সৌর বিদ্যুৎ পরিষেবা চালুর কথা চিন্তা-ভাবনা করছে রাজ্য সরকার৷ রাজ্যের অন্তত সাত হাজার স্কুলে সৌর বিদ্যুৎ পরিষেবা চালুর কথা ভাবা হচ্ছে জানান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷

উত্তর ২৪ পরগনার সোদপুর চন্দ্রচূড় বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে বুধবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সৌর শক্তি পরিচালিত বিদ্যুৎ পরিষেবা প্রকল্পের উদ্বোধন করেন৷ তিনি বলেন, ‘‘সৌর শক্তি প্রকল্পে কেন্দ্র সরকার মাত্র ২৫ থেকে ৩০% টাকা দেয় এবং বাকি ৭০% অর্থ রাজ্য সরকারই দেয়৷ কেন্দ্র সেই টাকা পাঠায় প্রকল্প প্রতিষ্ঠিত হওয়ার পর৷ রাজ্যে ৭ হাজারেরও বেশি স্কুল রয়েছে৷ আমরা সৌর বিদ্যুৎ পরিষেবা প্রকল্প চালু করার কথা ভাবছি৷’’

তবে সে ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে৷ স্কুলগুলিতে এই প্রকল্প চালু করা তখনই সম্ভব, যখন স্কুলের ছাদ এই সৌর বিদ্যুৎ সিস্টেম বসানোর মত ভার বহণ করবে, স্কুলের ছাদের পাশে বড়বড় গাছ থাকলে এই সিস্টেম বসানো যাবে না৷ সূর্যের আলো পুরোপুরি সিস্টেমে প্রতিফলিত হতে হবে ও তৃতীয়ত সিস্টেমকে প্রতি দু’দিন পরপর পরিষ্কার রাখতে হবে৷ এই শর্তগুলি কার্যকর হলে তবেই সেই সব স্কুলে সৌর বিদ্যুৎ পরিষেবা প্রদান সম্ভব৷

এদিন তিনি বলেন, ‘‘আমাদের পরিকল্পনা প্রত্যেক আর্থিক বছরে অন্তত এক হাজার স্কুলে সৌর শক্তি বিদ্যুৎ পরিষেবা প্রদান করা৷’’ সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র বিভিন্ন সভায় কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করে বলছেন, কেন্দ্র পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে পাল্লা দিয়ে রাজ্য বিদ্যুতের দাম বৃদ্ধি করছে৷ এ প্রসঙ্গে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব বাবু সূর্যকান্ত বাবুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘‘বিদ্যুতের দাম রাজ্য সরকার বাড়ায় না৷ কেন্দ্র ও রাজ্য সরকারের এই বিষয়গুলি একটি রেগুলেটরি কমিটি স্থির করে৷ যখন দেশে কয়লার দাম বাড়ে, তখনই রাজ্যে বিদ্যুতের দাম বাড়ায় রেগুলেটরি কমিটি৷ রাজ্য সরকার বরং গরীব মানুষের বিদ্যুৎ বিলে ৩০০ ইউনিট পর্যন্ত ভর্তুকি দেয়৷ এজন্য রাজ্য সরকার ৮৮৬ কোটি টাকা খরচ করছে৷ সিপিএম রাজনীতি করার জন্য এসব বলছে৷’’

সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠে সৌর বিদ্যুৎ পরিষেবা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার পুরপ্রধান স্বপন বসু সহ অন্যান্য স্থানীয় বাসিন্দারা৷

- Advertisement -