স্টাফ রিপোর্টার, বারুইপুর: অবশেষে পুলিশের জালে ধরা পড়ল বারুইপুর খুনের ঘটনায় মূল অভিযুক্ত।
ব্যবসায়ীর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার বৈদ্যপাড়ায়। পেশায় পান বিড়ির দোকানদার রফিক মিঞা নামে ওই যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
রবিবার রাতে ঘটা ওই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রফতার করতে পুলিশের সময় লাগল প্রায় ৪৮ ঘণ্টা। ধৃত ব্যক্তির নাম মহম্মদ আলি লস্কর। জেরায় অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বলে দাবি পুলিশের।
সোমবার সকালে রাস্তায় রফিকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে৷ শুরু হয় তদন্ত৷
স্থানীয়দের দাবি, প্রতিদিন গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতেন রফিক। প্রায় দিনই রাত বারোটা একটার পর দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন তিনি৷ এলাকায় ভালো মানুষ বলেই পরিচিত ছিল রফিক। তবে কে বা কারা তাঁকে কী কারণে খুন করল, তা নিয়ে বাড়ছিল রহস্য।