ফাইল ছবি

স্টাফ রিপোর্টার, হাওড়া: শাড়ি ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা লুঠ করে চম্পট দিল একদল দুষ্কৃতী৷ বুধবার রাতে হাওড়ার দক্ষিণ-পূর্ব রেলের টিকিয়াপাড়া স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে৷

জানা গিয়েছে, বর্ধমানের সমুদ্রগড়ের বাসিন্দা পেশায় শাড়ি ব্যবসায়ী হাবিব ওরফে সাদ্দিক মণ্ডল(৩৫) এদিন ব্যবসার টাকা কালেকশন করতে হাওড়ার বাগনানে এসেছিলেন৷ সেখান থেকে তিনি ট্রেনে হাওড়া স্টেশন আসছিলেন৷ মাঝপথে তিনি টয়লেট যাবেন বলে টিকিয়াপাড়া ও দাশনগরের মাঝে নেমে পড়েন তিনি৷ সেসময় কয়েকজন যুবক তাঁকে সাহায্য করার নামে নির্জন জায়গায় ডেকে এনে তাঁর টাকার ব্যাগ ছিনিয়ে নেয়৷ ব্যাগে ছিল প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা৷

ওই ব্যবসায়ী বাধা দেওয়ার চেষ্টা করলে দুষ্কৃতীরা ধারাল অস্ত্রের সাহায্যে তাকে ক্ষতবিক্ষত করে দেয়৷ আহত ব্যবসায়ীকে উদ্ধার করে আনা হয় হাওড়া জেলা হাসপাতালে৷ প্রাথমিক চিকিৎসার পর তিনি দাশনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷

- Advertisement -