নাক ডাকার ফল কত বিষম হতে পারে, তা অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে। এবার ঘটনা এদেশের এক ট্রেনের মধ্যের। ঘটনাস্থল, এলটিটি-দারভাঙ্গা পওয়ান এক্সপ্রেস। যেখানে এক যাত্রী ঘুমিয়ে পড়ে বিকট শব্দ করে নাক ডাকছিলেন বলে আশপাশের যাত্রীদের অভিযোগ।

ট্রেনের থার্ড এসি কোচে রামচন্দ্র নামের ওই যাত্রী প্রাণের সুখে নাক ডেকে ঘুমোচ্ছিলেন। আর তাঁর ঘুমের ঘোরে এই নাক ডাকার ঘটনায় বাকিদের ঘুমোর ব্যাঘাত হচ্ছিল বলে অভিযোগ করেন অনেক যাত্রী। আর এর জেরে , ট্রেনে ৫ থেকে ৬ ঘণ্টা জাগিয়ে রাখা হয় রামচন্দ্র নামের ওই যাত্রীকে। ঘটনার সত্যাতা স্বীকার করেছেন রেলওয়ে দফতরও।
এদিকে, শুধুমাত্র নাক ডাকার নাম করে একজন যাত্রীর ওপর বাকিদের এই অত্যাতারের বিরুদ্ধে কোনও অভিযোগ জানাননি রামচন্দ্র। এক প্রত্যক্ষদর্শীর মতে তিনি প্রথমে বাকি যাত্রীদের সঙ্গে এই প্রসঙ্গে বচসা শুরু কলেও, পরে আর কোনও রকমের উচ্চবাচ্চ করেননি।